×

আন্তর্জাতিক

‘নিজের চরকায় তেল দিন’, ইরানকে যুক্তরাষ্ট্র

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০১৮, ০৮:৩৭ পিএম

‘নিজের চরকায় তেল দিন’, ইরানকে যুক্তরাষ্ট্র

ইরানের আহভাজ শহরের সামরিক কুচকাওয়াজে হামলার সঙ্গে যুক্তরাষ্ট্র ও এর উপসাগরীয় দোসররা জড়িত বলে ইরানের অভিযোগ উড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘে মার্কিন দূত নিকি হ্যালি বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ না এনে তেহরানের উচিত অভ্যন্তরীণ নিরাপত্তার প্রতি আরও মনোযোগ দেয়া।’

রবিবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেয়ার উদ্দেশে ইরান ছাড়ার আগে দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানী বলেন, ‘যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ ইরানের কুচকাওয়াজে হামলার ইন্ধন যুগিয়েছে।’

রুহানি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ইরানে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। যাতে সেখানে হামলা করা যায়। কিন্তু তাদের এ স্বপ্ন কখনও পূরণ হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

শনিবারের ওই হামলায় ২৫ জন নিহত হয়। নিকি হ্যালি বলেন রুহানির অভিযোগ রাজনৈতিক বাগাড়ম্বর ছাড়া কিছুই নয়।

হিলি বলেন, ‘তিনি(রুহানি) নিজ দেশে বিক্ষোভের মুখে পড়েছেন। সব অর্থ সামরিক বাহিনীর পেছনে খরচ করে মানুষকে নিপীড়ন করছেন। তার উচিত, হামলা কারা করেছে তা জানতে নিজের দেশের দিকে তাকানো।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App