×

তথ্যপ্রযুক্তি

তিনটি ফোরজি ফোন এনেছে মটোরোলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০১৮, ০৪:৪৫ পিএম

তিনটি ফোরজি ফোন এনেছে মটোরোলা
দেশে দীর্ঘদিন পর নতুন ফোন নিয়ে দেশের বাজারে এলো মটোরোলা। শুরুতে বাজারে তিনটি ফোরজি ফোন এনেছে। এর মধ্যে মটো ই ফোর প্লাস মডেলটি পাওয়া যাচ্ছে মাত্র ১১ হাজার ৯৯০ টাকায়। এই ফোনটিতে ৩ জিবি র‌্যাম এবং ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে। সোমবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে নতুন তিন ফোন রবির প্যাকেজে বিক্রির ঘোষণা দেয়া হয়। রবির সঙ্গে একজোট হয়ে দেশে মটোরোলার ফোন বাজারজাত করেছে স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেড। সাশ্রয়ী দামের ফোরজি ফোন মটোরোলা ইফোর প্লাসে আছে ৫.৫ ইঞ্চির এইচডি আইপিএস ডিসপ্লে। এতে ১.৪ গিগাগার্জের কোয়াডকোর প্রসেসর ব্যবহৃত হয়েছে। ৩ জিবি র‌্যামের এই ফোনে ১৬ জিবি বিল্টইন মেমোরি রয়েছে। যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ১২৮ জিবি পর্যন্ত বাড়িয়ে নেয়া যাবে। ছবির জন্য আছে ১৩ মেগাপিক্সেলের অটোফোকাস ক্যামেরা। সেলফির জন্য রয়েছে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট শুটার। উভয় ক্যামেরায় এলইডি ফ্লাশ লাইট রয়েছে। ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির এই ফোনটি বাংলাদেশে সোনালি রঙে পাওয়া যাবে। ফোনটির কেনার জন্য রবি শপে প্রি-অর্ডার দেয়া যাবে। প্রি-অর্ডার করলে উপহার হিসেবে পাওয়া যাবে ব্যাগ, ক্যাপ, টি-শার্ট কিংবা ব্লুটুথ স্পিকার। ১৫ মাসের ওয়ারেন্টির এই ফোনে ছয় মাসের বিনাসুদের কিস্তিতে কেনা যাবে। এটি কিনলে ৩০ দিন মেয়াদী ৪ জিবি ইন্টারনেট ডাটা ফ্রিতে পাওয়া যাবে। এছাড়াও এই ফোনটি কিনে রবির সিম ব্যবহার করলে ৯ মাসের মধ্যে ১০০ টাকার বেশি টাকা প্যাক কিনলে শতভাগ বোনাস পাওয়া যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App