×

জাতীয়

জামায়াত আছে জামায়াত নেই!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০১৮, ১২:৩১ পিএম

জামায়াত আছে জামায়াত নেই!
কার কথা সত্যি? ঐক্য প্রক্রিয়ার ক্রীড়নক গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের? নাকি বিএনপির স্থায়ী কমিটির নেতাদের? নাকি পুরোটাই ধূম্রজাল? এ নিয়ে চলছে ফের আলোচনা-সমালোচনা। ড. কামাল হোসেন বলেছেন, জামায়াতকে ছেড়েই বিএনপি ঐক্য প্রক্রিয়ায় আসতে সম্মত হয়েছে। আর বিএনপির নেতারা বলছেন দেশের চরম ক্লান্তিলগ্নে রাজনৈতিক মেরুকরণের উদ্দেশ্যেই ২০ দলীয় জোটের বাইরে তাদের এই ঐক্য প্রক্রিয়া। জামায়াত বিএনপির সঙ্গে ছিল এবং আছে। বৃহত্তর ঐক্যের শুরুতেই জোট নেতাদের দ্বিমুখী বক্তব্যে অনেকের কাছেই রাজনীতির হিসাব মিলছে না। ঐক্য প্রক্রিয়া নিয়ে বিএনপির সঙ্গে দেন-দরবারের শুরুতেই কিছু শর্ত দিয়েছিলেন যুক্তফ্রন্টের চেয়ারম্যান অধ্যাপক ড. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার আহবায়ক ড. কামাল হোসেন। এর মধ্যে অন্যতম ছিল জামায়াতে ইসলামীর সঙ্গে প্রকাশ্য-অপ্রকাশ্য কোনোভাবেই জোট হবে না। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত ২৩ আগস্ট কারাগারে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করে ওই শর্তগুলো নিয়ে খোলামেলা আলোচনা করেন। খালেদা জিয়া যে কোনো শর্তে ঐক্য গড়ার পক্ষে মত দেন। সম্প্রতি লন্ডন সফরকালে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও একই নির্দেশনা দেন। এরপর স্থায়ী কমিটির সঙ্গে আলোচনার পরই বৃহত্তর ঐক্য জোটে যাওয়ার সিদ্ধান্ত নেয় বিএনপি। ঐক্য প্রক্রিয়ায় যোগ দেয়ার দুদিন আগে দেনা-পাওনার বিষয়ে ড. কামাল হোসেনের সঙ্গে ‘ফাইনাল ডিল’ করে বিএনপি। তখন জামায়াত ইস্যুতে বলা হয়, জামায়াত বিএনপির জোটসঙ্গী। বিএনপির নেতার সঙ্গে আলাপ শেষে ড. কামাল বি. চৌধুরীকে বলেন, জামায়াত ছাড়ার বিষয়ে কথা হয়েছে, তবে এই ইস্যুতে হৈচৈ করা এখনই ঠিক হবে না। এতে বি. চৌধুরী কিছুটা গড় রাজি ছিলেন। ফলে সমাবেশের ঠিক আগের দিন রাতে ড. কামালের সঙ্গে বি চৌধুরীর বাসায় ছুটে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ ও ড. খন্দকার মোশাররফ হোসেন। প্রায় তিন ঘণ্টা আলোচনা করে পুরনো রাগ-ক্ষোভের অবসান ঘটানোর পাশাপাশি ঐক্য প্রক্রিয়ায় যেতে সব শর্ত মেনে নেয়ার অঙ্গীকার করেন বিএনপি নেতারা। এ বিষয়ে ড. কামাল হোসেন বলেন, বিএনপিকে আমরা বলেই দিয়েছি জামায়াতকে ছেড়েই ঐক্যে আসতে হবে। বিএনপি সেটা মেনেও নিয়েছে। ভবিষ্যতে যদি এমন কোনো আচরণ তারা করে যাতে বুঝতে পারি জামায়াত তাদের সঙ্গে রয়েছে, তখন এ বিষয়ে পুনরায় কথা বলা ছাড়া উপায় নেই। জাতীয় ঐক্য গড়তে বিএনপি জামায়াতকে ছাড়বে কিনা এমন প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমটির সদস্য মওদুদ আহমদ বলেন, জামায়াতে ইসলামী বৃহত্তর ঐক্য প্রক্রিয়ায় নেই। সেই ’৯০ সাল থেকেই তারা ২০ দলীয় জোটে ছিল, আছে। দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, বিকল্প চিন্তা করে লাভ নেই। আমরা জাতীয় ঐক্যে আছি। আর জামায়াত আমাদের জোটসঙ্গী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App