×

খেলা

চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় পর্বে মেয়েরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০১৮, ০৩:০১ পিএম

চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় পর্বে মেয়েরা
ছেলেরা যেখানে একের পর এক ব্যর্থ হচ্ছে সেখানে বারবার দেশকে আনন্দের উপলক্ষ এনে দিচ্ছে বাংলাদেশের নারী ফুটবলাররা। গতকাল এএফসি অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের ‘এফ’ গ্রুপের ম্যাচে ভিয়েতনামকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশের কিশোরীরা। বাংলাদেশের হয়ে ম্যাচটিতে ১টি করে গোল করেছেন তহুরা খাতুন ও আঁখি খাতুন। এ জয়ের ফলে গ্রুপ পর্বের ৪ ম্যাচের সবকটিতেই জয় নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হলো লাল-সবুজের প্রতিনিধিরা। সেই সঙ্গে পরের রাউন্ডে (দ্বিতীয় পর্বে) অংশগ্রহণের সুযোগ পেল কোচ গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। দুই বছর আগে ঢাকায় অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বেও অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছিল বাংলাদেশের মেয়েরা। তবে এবার সরাসরি মূলপর্বে খেলতে পারবে না। দল বাড়ায় বদলেছে টুর্নামেন্টের ফরমেট। মূলপর্বের আগে ছয়টি গ্রুপের চ্যাম্পিয়ন ও দুই সেরা রানার্সআপ দল নিয়ে অনুষ্ঠিত হবে দ্বিতীয় পর্বের খেলা। উল্লেখ্য, দ্বিতীয় পর্বের খেলা মাঠে গড়াবে আগামী বছরের ফেব্রুয়ারিতে। বাংলাদেশ ও ভিয়েতনাম দুই দেশের মেয়েদের জন্যই ম্যাচটি ছিল অলিখিত ফাইনাল। পয়েন্ট ও গোল ব্যবধান সমান থাকায় দুই দলের সামনেই ছিল গ্রুপসেরা হয়ে দ্বিতীয় রাউন্ডে অংশগ্রহণ নিশ্চিত করার সুযোগ। শেষ পর্যন্ত বাংলাদেশের মেয়েদেরই জয় হয়েছে এই লড়াইয়ে। জয়ের ধারা ধরে রেখে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে মারিয়ারা। রবিবার কমলাপুর শহীদ সিপাহি মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে শুরু থেকেই ম্যাচের কর্তৃত্ব ছিল বাংলাদেশের হাতে। অন্যদিকে ভিয়েতনামের মেয়েরা খেলতে থাকে কিছুটা রক্ষণাত্মকভাবে। মূলত তাদের লক্ষ্য ছিল পাল্টা আক্রমণ থেকে গোল আদায় করা। তবে কোচ গোলাম রব্বানী ছোটনের শিষ্যদের বিপক্ষে শেষ পর্যন্ত পেরে ওঠেনি ভিয়েতনামের রক্ষণভাগ। শুরু থেকেই একের পর এক আক্রমণ করে খেলতে থাকা বাংলাদেশের মেয়েরা এদিন প্রথম গোলের দেখা পায় ম্যাচের ৪৫ মিনিটে। এ সময় আনাই মগিনির ক্রস থেকে উড়ে আসা বল ফিরিয়ে দেন ভিয়েতনামের গোলরক্ষক। পরবর্তীতে জটলার মধ্যে বল পেয়ে শট নেন শামসুন্নাহার। তার শট থেকে উড়ে আসা বলে মাথা ছুঁয়ে জালে পাঠান তহুরা খাতুন। ১-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করা বাংলাদেশ আক্রমণাত্মক ফুটবলের নৈপুণ্য ধরে রাখে বিরতির পরেও। ম্যাচের ৫৯ মিনিটে তহুরার শট ভিয়েতনামের জালে প্রবেশ করলেও অফসাইডের সিদ্ধান্ত দেন রেফারি। এর ৫ মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ করেন আঁখি খাতুন। এ সময় অধিনায়ক মারিয়া মান্ডার কর্নার থেকে উড়ে আসা বলে শামসুন্নাহারের নেয়া হেড শুরুতে ফিরে আসে ভিয়েতনামের গোলপোস্টে লেগে। ফিরতি বলে শট নেন আঁখি খাতুন। তার শট শুরুতে ফিরিয়ে দেন ভিয়েতনামের গোলরক্ষক। কিন্তু শেষ রক্ষা হয়নি। ফিরতি বলে বাঁ পায়ের আলতো টোকায় জালে পাঠান আঁখি। সঙ্গে সঙ্গে উল্লাসে মেতে ওঠেন গ্যালারিতে উপস্থিত দর্শকরা। ম্যাচের অবশিষ্ট সময়ে আর কোনো গোল না হলে শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। এ জয়ের মধ্য দিয়েই বাংলাদেশের কিশোরী ফুটবলাররা জায়গা করে নিল এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় পর্বে। গত ৭ সেপ্টেম্বর বাহরাইনকে ১০-০ গোলে হারিয়ে এএফসি অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল চ্যাম্পিয়ন্সশিপের বাছাইপর্বের নিজেদের পথচলা শুরু করেছিল বাংলাদেশ। এর দুদিন পর নিজেদের দ্বিতীয় ম্যাচে লেবাননকে ৮-০ গোলে হারায় মারিয়া মান্ডারা। নিজেদের তৃতীয় ম্যাচে মারিয়াদের প্রতিপক্ষ ছিল সংযুক্ত আরব আমিরাত। ওই ম্যাচটিও ৭-০ গোলের বড় ব্যবধানে জিতেছে ছোটনের শিষ্যরা। এরপর গতকাল নিজেদের শেষ ম্যাচে ভিয়েতনামকে ২-০ গোলে হারিয়ে দ্বিতীয় পর্বের টিকেট পেল বাংলাদেশ। সব মিলিয়ে ৪ ম্যাচে বাংলাদেশ গোল করেছে ২৭টি, অপরদিকে প্রতিপক্ষরা বাংলাদেশের জালে কোনো গোল করতে পারেনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App