×

আন্তর্জাতিক

কাশ্মিরে ৩৩ পুলিশ কর্মকর্তার পদত্যাগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০১৮, ১২:৩৯ পিএম

কাশ্মিরে ৩৩ পুলিশ কর্মকর্তার পদত্যাগ
তিন স্পেশাল পুলিশ অফিসারকে হত্যা ঘটনায় হিজবুল মুজাহিদীনদের হুমকির পর কাশ্মীরে কর্মরত ৩৩ পুলিশ সদস্য আতংকিত হয়ে চাকরি থেকে পদত্যাগ করেছেন । সূত্র বলছে, সেনা, নিরাপত্তাকর্মী ও পুলিশকর্মীরা ভারত সরকারের গুপ্তচরবৃত্তির কাজ করছে- এরকম এক অভিযোগের ভিত্তিতে হিজবুল মুজাহিদীন কাশ্মিরে সরকারি অফিসারদের চাকরি ছাড়ার হুমকি দিয়েছিলো। অন্যথায় প্রাণনাশের হুমকিও দেয়া হয়। এরপর শোপিয়ানে বাড়ি থেকে তিন পুলিশ সদস্যকে অপহরণ করে নৃশংসভাবে হত্যা করা হয় । দক্ষিণ কাশ্মিরের কুলগাম এলাকায় কর্মরত পুলিশ গুলাম মোহাম্মদ ঠোকারের স্ত্রী সম্প্রতি একটি ভিডিও'র মাধ্যমে জানিয়েছেন, "আমি নির্ভয়ে পুলিশের চাকরি ছেড়েছি। এ নিয়ে মোট ৩৩ জন পুলিশ সদস্য চাকরি ছেড়েছেন"। তবে, ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই ভিডিওটির সত্যতা স্বীকার করেনি । ভিডিওটির পিছনে অন্য কোনো অভিসন্ধী রয়েছে বলে তাদের ধারনা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App