×

জাতীয়

কালীগঞ্জে বর্গাচাষির ক্ষেতের ধান নষ্ট

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০১৮, ০৩:১৯ পিএম

কালীগঞ্জে বর্গাচাষির ক্ষেতের ধান নষ্ট
ঝিনাইদহ কালীগঞ্জের এক বর্গাচাষির দেড় বিঘা আমন ক্ষেতের ধান দুর্বৃত্তরা তেজস্ক্রিয় পদার্থ প্রয়োগ করে নষ্ট করে দিয়েছেন। এতে ক্ষেতটির ধানগাছ লাল হয়ে গেছে। বুধবার রাতের কোনো একসময় দুর্বৃত্তরা কাজটি করেছেন বলে ক্ষেত মালিক মনে করছেন। ক্ষতিগ্রস্ত কৃষক হাফিজুর রহমান উপজেলার উল্যা গ্রামের লুৎফর রহমানের ছেলে। সরেজমিন দেখা যায়, ক্ষেতের ধানগাছগুলোতে অল্প দিনের মধ্যেই শীষ বের হতো। কিন্তু তেজস্ক্রিয় পদার্থ ক্ষেতে দেয়ায় পাতাসহ প্রতিটি ধান গাছের গোড়া শুকিয়ে লাল বর্ণের হয়ে গেছে। দূর থেকে দেখলে মনে হয় সারা মাঠের সবুজ কাঁচা ধানের ক্ষেতের মধ্যে একটি পাকা ধানক্ষেতে মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছে। ক্ষতিগ্রস্ত কৃষক হাফিজুর রহমান জানান, তিনি নিজে একজন গরিব কৃষক। ক্ষেতের অর্ধেক ধান দেয়ার চুক্তিতে তার গ্রামের রবিউল ইসলামের দেড় বিঘা জমি বর্গা নিয়ে মৌসুমের প্রথমে বিআর-৫১ জাতের উচ্চ ফলনশীল জাতের ধান লাগিয়েছিলেন। সার, কীটনাশক আগাছা দমনসহ সব রকম পরিচর্যা করেছেন। তিনি বলেন, ক্ষেতের ধানগাছ দেখে মনে হচ্ছিল ৪৮ থেকে ৫০ মণ ধান পাবেন। কিন্তু নির্মম পরিহাসে সব আশা ধুলোয় মিশে গেছে। গ্রামবাসী জানান, হাফিজুর রহমান সহজ-সরল নিরীহ প্রকৃতির মানুষ। তিনি কোনো রাজনীতি বা দলাদলিতে বিশ্বাস করেন না। গ্রামের কারো সঙ্গে কখনো কলহেও কেউ জড়াতে দেখেননি। সাংসারিক কাজ ছাড়া তিনি কোনো সময় বসে থাকেন না। অভাবের সংসারে কঠোর পরিশ্রমের মাধ্যমে পরিবারের সদস্যদের মুখে খাবার জোগান দেন। গ্রামের বাসিন্দা শের আলী জানান, ক্ষেত দেখে মনে হচ্ছে কেউ শত্রুতা করে কিছু প্রয়োগ করেছে। এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা আশরাফুজ্জামান জানান, অল্প কয়েক দিন পরেই ধানের শীষ বের হবে। আমন মৌসুমে ক্ষেতে কৃষকের যে উৎপাদন ব্যয় তা এক প্রকার হয়েই গেছে। ধান পাকার আগ পর্যন্ত আর তেমন একটা খরচ নেই। এখন ক্ষেত নষ্ট হলে কৃষক সে ক্ষতি কাটিয়ে উঠতে পারবেন না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App