×

অর্থনীতি

আট কোম্পানির বিমা দাবি পরিশোধে অনীহা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০১৮, ০৩:৫৭ পিএম

আট কোম্পানির বিমা দাবি পরিশোধে অনীহা
বিমাকারীদের আস্থা অর্জনে বিশেষ উদ্যোগ নিয়েছে জাতীয় বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। এরই অংশ হিসেবে ৭০টি কোম্পানি প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকার বেশি বিমা দাবি পরিশোধ করেছে। তবে এর মধ্যে ৮ কোম্পানি গ্রাহকদের কোনো বিমা দাবি পরিশোধ করেনি। সূত্রে এসব তথ্য জানা গেছে। এসব কোম্পানিগুলো হচ্ছে প্রগতি লাইফ, আলফা ইসলামী লাইফ, বেস্ট, মার্কেন্টাইল, জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, সাউথ এশিয়া, পিপলস এবং ত্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ২০১৭ সালের ১ আগস্ট থেকে চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত আইডিআরএ-এর প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, বিমা কোম্পানিগুলো ৩ হাজার ২২০ কোটি টাকার বিমা দাবি পরিশোধ করেছে। এর মধ্যে ২৭টি জীবন বিমা কোম্পানি মোট ২ হাজার ৭৭১ কোটি ২৩ লাখ পরিশোধ করেছে। আর গ্রাহকদের ৪৪৯ কোটি ২৫ লাখ টাকার বেশি দাবির টাকা পরিশোধ করেছে ৪৩টি সাধারণ বিমা কোম্পানি। আর যেসব কোম্পানি পরিশোধ করেনি তার মধ্যে বেশিরভাগই নতুন কোম্পানি। কোম্পানিগুলোর মধ্যে ৫টি জীবন বিমা কোম্পানি এবং সাধারণ বিমা কোম্পানি ৩টি। এ ব্যাপারে আইডিআরএ সূত্র জানিয়েছে, বিমা খাতে ইমেজ ফিরিয়ে আনার আনা প্রতিষ্ঠানটির লক্ষ্য। বিমা দাবি পূরণে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ে নন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলো এগিয়ে। বিমা কোম্পানিগুলো যেন দ্রুত দাবি পরিশোধ করে সেজন্য আইডিআরএ-তে আলাদা একটি শাখা গঠন করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App