×

জাতীয়

শেরপুরে যুব উন্নয়ন প্রশিক্ষণে দুর্নীতির অভিযোগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০১৮, ০৩:৫৩ পিএম

শেরপুরে যুব উন্নয়ন প্রশিক্ষণে দুর্নীতির অভিযোগ
শেরপুর উপজেলা যুব উন্নয়ন অফিসের ২ জন ক্রেডিট সুপারভাইজারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থান প্রকল্পের আওতায় ৫টি ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কোর্সের নামে বরাদ্দকৃত টাকা আত্মসাৎ ও ২০০ সার্টিফিকেট বিতরণ না করার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। জানা যায়, ২০১৫-১৬ অর্থবছরে যুব উন্নয়ন অধিদপ্তর শেরপুর উপজেলা কার্যালয়ে কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থান প্রকল্পের আওতায় ৫টি ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কোর্সের অনুমোদনের জন্য আবেদন করা হয়। প্রকল্প ৫টি হলো উপজেলার খানপুর ইউনিয়নের শালফা ওয়েসিস কোচিং সেন্টারে কাঠ মিস্ত্রি প্রশিক্ষণ (২১ দিন), সাতারা ব্র্যাক স্কুলে বাঁশ ও বেতের কাজ বিষয়ক প্রশিক্ষণ (২১ দিন), পারভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোমবাতি তৈরি প্রশিক্ষণ (১৪ দিন), চাঁদপুর সূর্যোদয় যুব সংঘে পারিবারিক পোল্ট্রি পালন (৭ দিন) ও আলতাদিঘী বোর্ডের হাট ফাজিল মাদ্রাসায় গরু মোটাতাজাকরণ প্রশিক্ষণ (৭ দিন)। শেরপুর যুব উন্নয়ন অধিদপ্তরের ২ জন ক্রেডিট সুপারভাইজার আব্দুল্লাহ আল মাসুদ ও আসাদুল ইসলাম প্রতিটি প্রশিক্ষণ কোর্সের জন্য ৪০ জন করে মোট ২০০ জনের নামের তালিকা পাঠান। কিন্তু প্রকল্পটি অনুমোদন হওয়ার পর কোনো প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়নি। অভিযোগ রয়েছে, এই প্রশিক্ষণের বরাদ্দকৃত তারা অর্থ আত্মসাৎ করেন। ইস্যুকৃত সার্টিফিকেটগুলো নষ্ট করে ফেলা হয়। প্রশিক্ষণের বিষয়ে জানতে চাইলে শেরপুর উপজেলা যুব উন্নয়ন অফিসার বিজয় চন্দ্র দাস বলেন, ক্রেডিট সুপারভাইজাররা স্থানীয় চাহিদা অনুযায়ী প্রশিক্ষণার্থী নির্বাচন ও প্রশিক্ষণার্থীদের আবেদনপত্র যাচাই-বাছাই করে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কাছে পাঠান এবং প্রশিক্ষণ বাস্তবায়নে সহযোগিতা করেন। সব প্রশিক্ষণ যথা নিয়মেই হয়েছে। তবে সনদপত্র যথা সময়ে বিতরণ করা সম্ভব হয়নি বলে তিনি স্বীকার করেন। তিনি আরো বলেন, সনদপত্র বিতরণের জন্য ক্রেডিট সুপারভাইজার আব্দুল্লাহ আল মাসুদ ও ক্রেডিট সুপারভাইজার আসাদুল ইসলামকে পর পর দুইবার পত্র দেয়া হলেও এ ব্যাপারে তারা কোনো পদক্ষেপ গ্রহণ না করে সনদপত্রগুলো তাদের হেফাজতে রাখে। পরবর্তী সময় তারা ২ জন অন্যত্র বদলি হয়ে যাওয়ায় কিছুটা সমস্যা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App