×

জাতীয়

মালয়েশিয়ায় ৫৫ জন বাংলাদেশি শ্রমিক আটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০১৮, ১০:৪৭ এএম

মালয়েশিয়ায় ৫৫ জন বাংলাদেশি শ্রমিক আটক
মালয়েশিয়ার সাইবারজায়া শহরের একটি কারখানায় অভিযান চালিয়ে ৫৫ জন বাংলাদেশি শ্রমিককে আটক করা হয়েছে। দেশটির অভিবাসন বিভাগের বরাত দিয়ে দ্য স্টার ডটকমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। অভিবাসন বিভাগের মহাপরিচালক মুসতাফার আলি জানিয়েছেন, ওই অভিযানে মোট ৩৩৮ জন বিদেশি শ্রমিককে আটক করা হয়। তাদের মধ্যে ৫৫ জন বাংলাদেশি পুরুষ রয়েছেন। ইন্দোনেশিয়ার ৩৬ জন পুরুষ ও ১৭২ জন নারী শ্রমিককে আটক করা হয়েছে। অভিযানে আটক হয়েছে মিয়ানমারের ২৫ জন পুরুষ ও তিনজন নারী শ্রমিক এবং ৪৭ জন নেপালি পুরুষ। অভিবাসন বিভাগের এই কর্মকর্তা বলেন, আমরা প্রায় ২ হাজার ২৩০ জনের কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করেছি। পরে ৩৩৮ জনকে আটক করা হয়। তাদের বেশির ভাগই অস্থায়ীভাবে কাজ করার অনুমতি নিয়ে বিভিন্ন কোম্পানিতে কাজ করছিল। অভিবাসন বিভাগ জানায়, যদি তদন্তে দেখা যায় যে, আটক সব শ্রমিকই যে কোম্পানিতে নিবন্ধন রয়েছে, সেখানে কাজ করছিলেন না, তবে তাদের কাজ করার অনুমতি বাতিল করা হতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App