×

খেলা

মারিয়াদের গ্রুপ চ্যাম্পিয়নের হাতছানি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০১৮, ০২:৩৭ পিএম

মারিয়াদের গ্রুপ চ্যাম্পিয়নের হাতছানি
এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপ-২০১৯ টুর্নামেন্টের বাছাইপর্বের ‘এফ’ গ্রুপের প্রথম পর্ব শেষ হবে আজ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে শক্তিশালী ভিয়েতনাম। বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল ফুটবল স্টেডিয়ামে ম্যাচটি বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। আজ ম্যাচে যে দল জয়লাভ করবে তারা সরাসরি দ্বিতীয় রাউন্ডে খেলার সুযোগ পাবে। তবে ম্যাচ হারলেও বাছাইপর্ব থেকে ছিটকে পড়বে না। কেননা বাছাইপর্বের গ্রুপগুলো থেকে সেরা তিন রানারআপ দল দ্বিতীয় রাউন্ডে খেলার সুযোগ পাবে। এদিকে একই ভেন্যুতে দিনের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন একে অপরের মুখোমুখি হবে। দেখতে দেখতে শেষ হয়ে আসছে ‘এফ’ গ্রুপের বাছাইপর্বের প্রথম রাউন্ডের খেলা। গ্রুপ পর্বের শেষদিনের খেলায় আজ দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। দিনের প্রথম ম্যাচে বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাত পরস্পরের মোকাবেলা করবে। তবে দুদল ইতোমধ্যেই বাছাইপর্ব থেকে বাদ পড়েছে। তাই এ ম্যাচটি পয়েন্ট টেবিলে তেমন প্রভাব ফেলবে না। তবে মজার বিষয় দুদলের কেউই এখনো জয়ের দেখা পায়নি। আর গোল ব্যবধানে পিছিয়ে থাকায় পয়েন্ট টেবিলের তলানিতেই রয়েছে বাহরাইন। মাত্র তিন ম্যাচে সর্বমোট ৩২ গোল খেয়েছে দলটি। এদিকে দিনের দ্বিতীয় ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। এ ম্যাচে পয়েন্ট টেবিলের প্রথম স্থানে থাকা ভিয়েতনামের বিপক্ষে মাঠে নামবে দ্বিতীয় স্থানে থাকা স্বাগতিক বাংলাদেশ। পয়েন্ট এবং গোল ব্যবধানে সমান থাকলেও ফেয়ার প্লে পয়েন্টে এগিয়ে থাকায় শীর্ষে অবস্থান করছে ভিয়েতনাম। এএফসি বাছাইপর্বের গ্রুপ পর্ব থেকে একটি দল সরাসরি পরবর্তী রাউন্ডে খেলার সুযোগ পাবে। তাই মারিয়া মান্ডারা নিশ্চয়ই গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই দ্বিতীয় রাউন্ডে খেলতে চাইবে। এদিকে ভিয়েতনামও হারতে রাজি নয়। তবে আজ একদল হারলেও তাদের দ্বিতীয় রাউন্ডে খেলার সুযোগ থাকবে। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ভিয়েতনাম নিজেদের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে জিতেছিল ৪-০ গোলের ব্যবধানে। দ্বিতীয় ম্যাচে বাহরাইনকে উড়িয়ে দেয় ১৪-০ গোলে। যা ‘এফ’ গ্রুপে বাছাইপর্বে এখন পর্যন্ত সবচেয়ে বড় ব্যবধানে জয়। তৃতীয় ম্যাচে লেবাননের বিপক্ষে ৭-০ গোলে জয় পেয়েছে ভিয়েতনাম অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল দল। এদিকে নিজেদের প্রথম ম্যাচে বাহরাইনকে ১০ গোলে হারিয়েছে গোলাম রব্বানি ছোটনের শিষ্যরা। দ্বিতীয় ম্যাচে লেবাননের বিপক্ষে ৮-০ গোলে জেতে স্বাগতিকরা। আর তৃতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের মেয়েদের ৭-০ গোল হারিয়েছে মারিয়া মান্ডা-আঁখিরা। তবে আজকের ম্যাচ জেতা বাংলাদেশের জন্য ততটা সহজ হবে না। কেননা দুর্দান্ত ফর্মে রয়েছে ভিয়েতনাম অনূর্ধ্ব-১৬ নারী দল। প্রথম তিন ম্যাচে কোনো পক্ষকে পাত্তা দেয়নি তারা। সে যাই হোক না কেন, মারিয়া মান্ডারাও সহজে হারছে না। কারণ স্বাগতিক সুবিধার পাশাপাশি দারুণ ছন্দে রয়েছে শামসুন্নাহার, অনুচিং মারমা এবং আনাই মোগিনীরা। নিজেদের ফর্ম ধরে রাখতে পারলে বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই দ্বিতীয় রাউন্ড খেলবে বলে আশা করছেন বাংলাদেশের ক্রীড়াপ্রেমী জনগণ। ম্যাচ সম্পর্কে বাংলাদেশি কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, আমরা ড্র নয়, জয়ের জন্য মাঠে নামব। স্বাভাবিক খেলাটা খেলতে চাই এবং নিজেদের খেলাটা খেলেই গ্রুপ সেরা হওয়ার লক্ষ্য আমাদের। এদিকে ভিয়েতনাম কোচ বাংলাদেশকে সমীহ করে বলেন, আমি মনে করি বাছাইয়ে বাংলাদেশ সেরা দল। আগের ম্যাচগুলোতে আমরা যেভাবে সহজে জিতেছি, বাংলাদেশের বিপক্ষে সেভাবে জেতা সহজ হবে না বলে মনে করি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App