×

খেলা

ব্রাজিল দল ঘোষণা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০১৮, ১২:২২ পিএম

ব্রাজিল দল ঘোষণা
অক্টোবরে সৌদি আরব ও আর্জেন্টিনার বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ^চ্যাম্পিয়ন ব্রাজিল। সৌদি আরবের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই ২টি প্রীতি ম্যাচকে সামনে রেখে গতকাল ২৩ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ তিতে। প্রথমবারের মতো ব্রাজিল জাতীয় দলে ডাক পেয়েছেন স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার উইঙ্গার ম্যালকম। গত মাসে যুক্তরাষ্ট্রের মাটিতে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলেছে তিতের দল। যেখানে সেপ্টেম্বরের ৭ তারিখ যুক্তরাষ্ট্রের বিপক্ষে অনুষ্ঠিত প্রীতি ম্যাচটিতে ২-০ গোলের জয় পেয়েছে ব্রাজিল এবং এর চার দিন পর দ্বিতীয় প্রীতি ম্যাচে এল সালভাদরকে ৫-০ গোলে হারিয়েছেন নেইমাররা। দুটি ম্যাচেই দারুণ পারফর্ম করেছেন তরুণরা। তাই সৌদি আরব ও আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচকে সামনে রেখে ঘোষিত স্কোয়াডে তরুণ খেলোয়াড়দের প্রাধান্য দিয়েছেন ব্রাজিল কোচ তিতে। যে কারণে দল থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ ডিফেন্ডার থিয়াগো সিলভা। এ ছাড়া দলে জায়গা হয়নি ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের উইঙ্গার ডগলাস কস্তা ও ইংলিশ ক্লাব চেলসির ফরোয়ার্ড উইলিয়ানের। সম্প্রতি ইতালিয়ান সিরি আর ম্যাচে সোসোলোর এক খেলোয়াড়ের মুখে থু-থু দেয়ার জন্য নিষিদ্ধ হয়েছেন কস্তা। আর এমন বাজে আচরণের কারণেই কস্তাকে দলের বাইরে রেখেছেন বলে জানিয়েছেন তিতে। তবে দলে ফিরেছেন রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার মার্সেলো ও ম্যানসিটি স্ট্রাইকার গ্যাব্রিয়েল জিসুস। যুক্তরাষ্ট্র ও এল সালভাদরের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে দলের বাইরে ছিলেন তারা। যথারীতি দলের নেতৃত্বে রয়েছেন নেইমার। উল্লেখ্য, অক্টোবরের ১২ তারিখ কিং সৌদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে সৌদি আরব ও ১৬ তারিখ কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি মাঠে আর্জেন্টিনার মুখোমুখি হবে ব্রাজিল। ব্রাজিল দল : এলিসন বেকার, এডারসন ও ফিলিপে সান্তোস, ডানিলো, আলেক্স সান্দ্রো, ফাবিনহো, মার্সেলো, মার্কুইনহোস, মিরান্ডা, এডের মিলিতো ও পাবলো, আর্থার, রেনাতো আগুস্তো, কাসেমিরো, ফিলিপে কুতিনহো, ফ্রেড, ম্যালকম, রিচার্লিসন ও ওয়ালেস, গ্যাব্রিয়েল জিসুস, রবার্টো ফিরমিনো, নেইমার ও এভেরটন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App