×

আন্তর্জাতিক

নিউ ইয়র্কে রুপায়ন এনআরবি গ্লোবাল কনভেনশন শেষ হচ্ছে রোববার

Icon

শামীম আহমেদ

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০১৮, ০৮:৩২ এএম

নিউ ইয়র্কে রুপায়ন এনআরবি গ্লোবাল কনভেনশন শেষ হচ্ছে রোববার
আগামীকাল বোরবার শেষ হচ্ছে তিন দিনব্যাপী রুপায়ন এনআরবি গ্লোবাল কনভেনশন ও বাংলাদেশ ট্রেড ফেয়ার। উত্তর আমেরিকায় বাংলাদেশী পণ্যের প্রসার ও ব্যাপক প্রচারের লক্ষ্যে এনআরবি ওয়ার্ল্ড ওয়াইড ইনক নিউইয়র্কের জ্যাকসন হাইটসে এই আয়োজন করে। গ্রেটার নিউইয়র্ক চেম্বার এন্ড কমার্সের সদস্য এই প্রতিষ্ঠানটি আমেরিকার মূল ধারার ব্যবসায়ীদের বাংলাদেশী পণ্য বাজার করতে উদ্বুদ্ধ করার জন্য আরও বৃহৎ পরিসরে কাজ করতে চায়। এর অংশ হিসেবে এনআরবি ওয়ার্ল্ড ওয়াইড এ বছর থেকেই আমেরিকার মূল ধারার বানিজ্য মেলাসমূহে বাংলাদেশ প্যাভিলিয়ন নিয়ে বাংলাদেশী পণ্যের গুণগত মান তুলে ধরার পরিকল্পনা করেছে। শুক্রবার বাংলাদেশী অধ্যুষিত জ্যাকসন হাইটসে বাংলাদেশী ট্রেড ফেয়ার উদ্বোধন করেন ঢাকা চেম্বার অব কমার্সের ভাইস প্রেসিডেন্ট রিয়াদ হোসেন। এরপর বাংলাদেশী এবং আমেরিকান জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠানের মূল কার্যক্রম। এনআরবি ওয়ার্ল্ড ওয়াইডের সিইও বিশ্বজিৎ সাহা স্বাগত বক্তব্য রাখেন। টিভি ব্যক্তিত্ব সুভাষ সিংহ রায়ের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারী ও রপ্তানীকারক সমিতির ভাইস প্রেসিডেন্ট মঈন উদ্দিন আহমেদ মিন্টু, মুক্তধারা ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. জিয়াউদ্দিন আহমেদ, রুপায়ন গ্রুপের ভাইস চেয়ারম্যান মাহির আলী খান রাতুল, এনআরবিসি ব্যাংকের পরিচালক ড. নুরান নবী। পরে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন নৃত্যঞ্চলের শিল্পীরা। অনুষ্ঠানে আজ এবং আগামীকাল বাংলাদেশ ও প্রবাসের প্রথিতযশা ব্যবসায়ী, অর্থনীতিবিদ, রাজনীতিক, সাংবাদিক, সমাজকর্মী ও সাংস্কতি কর্মীরা অংশ নেবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App