×

আন্তর্জাতিক

চীনে লক্ষাধিক অবৈধ অস্ত্র-বিস্ফোরক ধ্বংস

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০১৮, ০৯:২৪ পিএম

চীনে লক্ষাধিক অবৈধ অস্ত্র-বিস্ফোরক ধ্বংস
চীনের পুলিশ বন্দুক ও বিস্ফোরক সংক্রান্ত ৩৩ হাজারের বেশি মামলা নিষ্পত্তি করেছে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দেশটিতে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ সংক্রান্ত অপরাধের বিরুদ্ধে অভিযান শুরু করা হয়। রবিবার চীনা রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়া জানায়, পুলিশের অভিযানে জব্দকৃত এক লাখ ৪০ হাজারের বেশি অবৈধ বন্দুক ও বিপুল সংখ্যক গোলাবারুদ বৃহস্পতিবার ধ্বংস করা হয়। চংকিং, কুইখার, নানজিং, উহান, গুয়াংঝু ও কুনমিংসহ ১৪৬টি এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রগুলো জব্দ করা হয়েছিল। চীনে কোন ব্যক্তি সঙ্গে বন্দুক রাখতে পারে না। এটি অবৈধ। দেশটি দীর্ঘদিন ধরেই ব্যক্তি পর্যায়ে বন্দুক ও বিস্ফোরকের বিরুদ্ধে কঠোরতা অবলম্বন করে আসছে। দুই বছরের প্রচারণার প্রথম সাত মাসে, বন্দুক এবং বিস্ফোরকের সঙ্গে জড়িত ২88 জন গ্যাং সদস্য আটক করেছে। অপরাধীদের ৪২১টি আস্তানা ধ্বংস এবং বিপুল সংখ্যক সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App