×

খেলা

ব্যাটসম্যানদের আরও দায়িত্ব নিতে বললেন মাশরাফি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০১৮, ০৩:৩৪ পিএম

ব্যাটসম্যানদের আরও দায়িত্ব নিতে বললেন মাশরাফি
এশিয়া কাপে টানা দ্বিতীয় হারের পর ব্যাটসম্যানদের আরও দায়িত্ব নিয়ে খেলার তাগিদ দিয়েছেন অধিনায়ক মাশরাফি। তিনি মনে করেন, ভারতের বিপক্ষে তার দল ২৫০-২৬০ রান তুলতে পারতো। সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ টস হেরে আগে ব্যাট করে ১৭৩ রানে অলআউট হয়। ভারত তিন উইকেট হারিয়ে জয় তুলে নেয় ৩৬.২ ওভারে। ম্যাচ শেষে মাশরাফি বলেন, ব্যাটিংয়ের জন্য উইকেট খারাপ ছিল না। আমরা ২৫০-২৬০ রান করতে পারতাম। ১৭০ রান করার পর বোলারদের থেকে কিছু আশা করা কঠিন। ব্যাটসম্যানদের আরও দায়িত্ব নেয়া প্রয়োজন। ব্যাটিংয়ে ধুঁকতে থাকা বাংলাদেশকে শেষদিকে আশা দেখান মিরাজ এবং মাশরাফি। অষ্টম উইকেটে দুজনে ৬৬ রান যোগ করেন। মিরাজ ৫০ বলে দুই চার, দুই ছয়ে ৪২ রান করেন। অধিনায়ক মাশরাফি দুই ছয়ে ৩২ বলে ২৬ করে সাজঘরে ফেরেন। এরপর বলার মতো স্কোর রিয়াদের, ৫১ বলে ২৫। বাংলাদেশের সামনের ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে। এই ম্যাচটিকেও মাশরাফি কঠিন বলছেন, পরবর্তী ম্যাচ শক্ত দলের বিপক্ষে, যাদের ভালো বোলার রয়েছে। আমাদের ভালো ব্যাট করতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App