×

তথ্যপ্রযুক্তি

ফেইবুকের ডেটিং অ্যাপ চালু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০১৮, ০৩:২৬ পিএম

ফেইবুকের ডেটিং অ্যাপ চালু
নিজেদের ডেটিং অ্যাপ নিয়ে দীর্ঘ পরীক্ষার পর তা পাইলট হিসেবে এর শুরু করেছে ফেইসবুক।বিশ্বের সবচেয়ে বড় সামাজিক মাধ্যমটি বৃহস্পতিবার কলম্বিয়ায় নতুন এই প্ল্যাটফর্মের পরীক্ষা শুরু করেছে। এর আগে চলতি বছরের মে মাসে ফেইসবুক টিন্ডার আর বাম্বল-এর মতো ডেটিং অ্যাপগুলোর মতো প্লাটফর্ম আনার ঘোষণা দিয়েছিল ফেইসবুক।ফেইসবুক ডেটিং অ্যাপ দেখতে আরেক অ্যাপ হিঞ্জের মতো। তবে টিন্ডারের মতো এতে সোয়াইপ মডেল নেই। বরং এখানে কিছু প্রশ্নের উত্তর দেবার মাধ্যমে তার প্রোফাইলের তথ্যের উপর নির্ভর করে আলাপ শুরু হয় বলে জানাচ্ছে প্রযুুক্তি সাইট ভার্জ।নতুন প্লাটফর্মটি বিস্তৃত করতে ফেইসবুক গ্রুপ ও ইভেন্টগুলোর সমন্বয় করা হয়েছে অ্যাপটিতে। ফেইসবুকের পণ্য ব্যবস্থাপক নাথান শার্প এর উদ্ধৃতি দিয়ে ভার্জ জানায়, অনেকদিন ধরেই ফেইসবুকে ডেটিং জনপ্রিয় হয়ে উঠেছে। সেই চিন্তা থেকেই ব্যবহারকারীদের আরও স্বাচ্ছন্দ্য দিতে এমন ব্যবস্থা। আর এটিকেই সঠিক সময় মনে করছে ফেইসবুক। ফেইসবুক ডেটিং অ্যাপটি প্রাথমিক অবস্থায় শুধু ফোনেই ব্যবহার করা যাবে। এটি ব্যবহার করতে হলে বয়স ১৮ বা তার বেশি হতে হবে। তবে অ্যাপটিতে রাখা হচ্ছে না কোন বিজ্ঞাপন বা প্রিমিয়াম ফিচার।কবে নাগাদ এটি সবার জন্য উন্মোচন করা হবে তা জানায়নি মাধ্যমটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App