×

আন্তর্জাতিক

প্রবাসীদের জন্য এরকম উদ্যোগ আগে কখনো নেয়া হয়নি-রাতুল

Icon

শামীম আহমেদ

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০১৮, ১২:৫৯ এএম

প্রবাসীদের জন্য এরকম উদ্যোগ  আগে কখনো নেয়া হয়নি-রাতুল
রূপায়ন গ্রুপের উত্তরা সিটির প্রজেক্ট সম্পর্কে উল্লেখ করতে গিয়ে এনআরবি গ্লোবাল কনভেনশন এর টাইটেল স্পন্সর রূপায়ন গ্রুপের ভাইস চেয়ারম্যান মাহির আলী খান রাতুল বলেন, প্রবাসীদের জন্য এরকম উদ্যোগ আগে কখনো নেয়া হয়নি। ১৯ সেপ্টেম্বর এমিরাটস এয়ারলাইন্সে ২১ তারিখ থেকে শুরু হওয়া এনআরবি গ্লোবাল কনভেনশন ও বাংলাদেশ ট্রেড ফেয়ারে যোগ দেয়ার জন্য রূপায়ন গ্রুপের ভাইস চেয়ারম্যান নিউইয়র্ক এসে পৌছান। তিনি বলেন, আমেরিকা প্রবাসী বাংলাদেশীদের রূপায়ন গ্রুেপর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালবাসার ডালি নিয়ে আমরা আসছি। ঢাকা বিমান বন্দর থেকে মাত্র ২০ মিনিটের পথ হলো আমাদের উত্তরা প্রজেক্ট। এই প্রজেক্ট হলো আমাদের অন্যতম শ্রেষ্ঠ কাজ। এর ৩০ শতাংশ কাজ শেষ। অত্যন্ত উন্নত মানের আধুনিক প্রকল্প আর এটা এত বিশাল যা পূর্বে কখনো বাংলাদেশে হয়নি। এত বড় একটি কাজ অথচ আমরা অতি দ্রুত এক একটি সেক্টর শেষ করছি। একপাশে রয়েছে বসবাস করার উপযোগী আর অন্য পাশে রয়েছে বাণিজ্যিক টাউন। দুই পাশে দুটো প্রবেশ পথ রয়েছে। আবাসিক এলাকায় ঢুকতে যে নয়নাভিরাম গাছ-পালা লাগানো হয়েছে তার ৩ মিনিটের দূরত্ব পথে যে বাণিজ্যিক শহর রয়েছে না দেখলে বুঝার উপায় নেই। রূপায়ন এর ভাইস চেয়ারম্যান বলেন, এই প্রজেক্টে যারা ইনভেস্ট করবেন তারা প্রত্যেকেই আমাদের আগের প্রজেক্টগুলোর মত লাভবান হবেন। প্রসঙ্গক্রমে বলেন রূপায়ন এই বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ রিয়েল এস্টেট গ্রপ যারা নির্দিষ্ট সময়ে ফ্ল্যাট গ্রাহকদের বুঝিয়ে দিয়েছে। তিনি আরো বলেন, আমেরিকায় কোন মেলায় এই প্রথম সরাসরি রূপায়ন গ্রপ থেকে আমরা যোগ দিচ্ছি। প্রবাসী গ্রাহকেদের সাথে সারাসরি কথা বলার সুযোগ ঘটবে আমার। এটি খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য। রাজউক অনুমোদিত এই প্রতিষ্ঠানটির ভাইস চেয়াারম্যান আগামি ২১, ২২ ও ২৩ সেপ্টেম্বর জ্যাকসন হাইটসের পিএস ৬৯ মিলনায়তনের বাংলাদেশ ট্রেড ফেয়ারে রূপায়ন গ্রপের স্টলে থাকবেন। এছাড়া তিনি উদ্বোধনী অনুষ্ঠান ও রিয়েল এস্টেট সেমিনারেও বিশেষ অতিথি হিসেবে যোগ দেবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App