×

জাতীয়

সংসদে বিল পাসের রেকর্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০১৮, ১১:৩৬ এএম

বিল পাসের সর্বোচ্চ রেকর্ড গড়ল ১০ম জাতীয় সংসদের ২২তম অধিবেশন। মাত্র ১০ দিনের এ অধিবেশনে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় দিন বাদে অন্য ৭ দিনে ১৮টি বিল পাস হয়েছে। দেশের স্বাধীনতার পর জাতীয় সংসদের শুরু থেকে এ যাবৎকাল পর্যন্ত এত অল্প সময়ে এতগুলো বিল আর কখনো পাস হয়নি বলে সংসদ সচিবালয় সূত্র নিশ্চিত করেছে। সে কারণে সংসদের এ ২২তম অধিবেশনটি রেকর্ডের খাতায় লেখা থাকবে। কেননা, এ অধিবেশনের মাত্র ৭ কার্যদিবসের মধ্যে ইতোমধ্যেই ১৮টি বিল পাস হয়েছে। এ ছাড়া এ অধিবেশনে আরো ১০টি বিল উত্থাপন এবং ১৫টি বিলের রিপোর্ট উপস্থাপন করা হয়। এর আগে এত অল্প সময়ে এমন সংখ্যক বিল পাসের নজির নেই। গত ৯ সেপ্টেম্বর শুরু হয় ২২তম অধিবেশন। যা গতকাল বৃহস্পতিবার ২০ সেপ্টেম্বর শেষ হয়। শুক্র-শনিবার বাদ দিয়ে টানা ১০ কার্যদিবস অধিবেশন চলে। তবে প্রথমদিন বর্তমান সংসদের দুজন সদস্যের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হওয়ায় অন্যান্য সব কার্যসূচি স্থগিত থাকে। তা ছাড়া ১১ সেপ্টেম্বর বিদ্যুৎ বিপর্যয়ের কারণে এক ঘণ্টা অধিবেশন চলার পর তা স্থগিত হয়ে যায়। আবার গত ১০ সেপ্টেম্বর দুটি বিলের রিপোর্ট উপস্থাপন হয় মাত্র। এ কারণে অধিবেশন ১০ দিন চললেও মূলত ৭ কার্যদিবসে ১৮টি বিল পাস হয়। চলতি সংসদে পাস হওয়া বিলগুলো হলো ডিজিটাল নিরাপত্তা বিল-২০১৮, সড়ক পরিবহন বিল-২০১৮, আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ’ এর অধীন কওমি মাদ্রাসাগুলোর দাওয়াতে হাদিস (তাকমিল) এর সনদ মাস্ট্রার্স ডিগ্রি (ইসলামিক স্টাডিজ ও আরবি) এর সমমান (কওমি মাদ্রাসা) বিল-২০১৮, জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি বিল-২০১৮, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন বিল-২০১৮, বস্ত্র বিল-২০১৮, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট বিল-২০১৮, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বিল-২০১৮, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড (সংশোধন) বিল-২০১৮, যৌতুক নিরোধ বিল-২০১৮, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় বিল-২০১৮, সার ব্যবস্থাপনা (সংশোধন) বিল-২০১৮, কৃষি বিপণন বিল-২০১৮, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ বিল-২০১৮, জাতীয় ক্রীড়া পরিষদ বিল-২০১৮, পণ্য উৎপাদনশীল রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান শ্রমিক (চাকরি শর্তাবলি) বিল-২০১৮, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট বিল-২০১৮ এবং কমিউনিটি ক্লিনিক সহায়তা ট্রাস্ট বিল-২০১৮। প্রতিটি বিল পাসে গড় ২০-২৫ মিনিট সময় লেগেছে বলে জানান গেছে। সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা বলেন, এত অল্প সময়ে আগে কখনো এতগুলো বিল পাস হয়েছে বলে আমার জানা নেই। চলতি বছরের সব চেয়ে দীর্ঘ অধিবেশন ২০তম অধিবেশনে ১৫টি বিল পাস হয়। বর্তমান সরকারের আগের চার বছরে ১৯টি অধিবেশনে ১৩০টি বিল পাস হয়। সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, চলতি অধিবেশনের মতো অল্প সময়ে এত বিল পাসের রেকর্ড নেই। তবে আগামী মাসের ১৪ তারিখ নাগাদ আরো একটি সংক্ষিপ্ত অধিবেশন বসতে পারে বলে জানা গেছে, আগামী ২৩তম অধিবেশনে কি হয় তা দেখার বিষয়। সরকারের বিদায়ী বছরের এই অধিবেশনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাস হয়। এর মধ্যে সাংবাদিকদের দাবি উপেক্ষা করে পাস করা হয় ডিজিটাল নিরাপত্তা আইন। এ ছাড়া পাস করা হয় সড়ক পরিবহন আইন। এর বাইরে কওমি মাদ্রাসাগুলোর দাবির পরিপ্রেক্ষিতে ‘কওমি মাদ্রাসাগুলোর দাওরায়ে হাদিসের সনদকে মাস্টার্স ডিগ্রি (ইসলামিক স্টাডিজ ও আরবি) সমমান আইন। ওই তিনটি গুরুত্বপূর্ণ আইনের বিলই গত বুধবার পাস হয়েছে। দশম জাতীয় সংসদের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। কার্যত আর মাত্র একটি অধিবেশনই রয়েছে বর্তমান সরকারের। অক্টোবরের মাঝামাঝিতে (১৪ অক্টোবর) সংক্ষিপ্ত একটি অধিবেশন ডাকা হয়েছে এই সংসদের শেষ অধিবেশন বলে মনে করা হচ্ছে। বর্তমান সরকারের পাঁচ বছর পূর্ণ হচ্ছে আগামী বছরের ২৮ জানুয়ারি। সংবিধান অনুযায়ী বিদ্যমান সংসদের মেয়াদ শেষ হওয়ার আগের ৯০ দিনের মধ্যে পরবর্তী সংসদ নির্বাচন করার কথা রয়েছে। সে হিসেবে অক্টোবর থেকে নির্বাচনের কাউন্ট-ডাউন শুরু হবে। এরপর ডিসেম্বরের শেষ সপ্তাহে একাদশ সংসদ নির্বাচনের পর যারা সংখ্যাগরিষ্ঠতা পাবেন তারাই নতুন সরকার গঠন করবেন। পরে জানুয়ারিতে বসতে পারে সেই সরকারের প্রথম অধিবেশন। সরকারের বিভিন্ন মহলের আলোচনার পরিপ্রেক্ষিতে ধারণা করা হচ্ছে, ২৮ অক্টোবরের মধ্য নির্বাচনকালীন সরকার গঠন হবে। সেই সরকার শুধু রুটিন ওয়ার্ক করবে। তবে দেশে বিশেষ কোনো পরিস্থিতির সৃষ্টি হলে রাষ্ট্রপতি চাইলে যে কোনো সময় অধিবেশন আহবান করতে পারেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App