×

জাতীয়

রাঙামাটিতে ইউপিডিএফের ২ কর্মীকে গুলি করে হত্যা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০১৮, ১০:৫৭ এএম

রাঙামাটিতে ইউপিডিএফের ২ কর্মীকে গুলি করে হত্যা
রাঙামাটির নানিয়ারচর উপজেলায় পাহাড়ি সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) দুই কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত ১টার দিকে উপজেলার সাবেক্ষং ইউনিয়নের রামসুপারিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন— শ্যামল কান্তি চাকমা ওরফে সুমন্ত (৩৫) এবং যুদ্ধ মোহন চাকমা ওরফে আকর্ষণ (৪২)। নিহত মোহন চাকমা রাম সুপারীপাড়ার মৃত জয় কুমার চাকমার ছেলে এবং শ্যামল কান্তি নানিয়ারচর সদর ইউনিয়নের সোনারাম কার্বারী পাড়ার আদুরি পেদা চাকমার ছেলে। নিহতরা রামসুপারি পাড়া এলাকায় ইউপিডিএফ (প্রসিত) গ্রুপের চাঁদা আদায়ের কালেক্টর ছিলেন বলে জানা গেছে। স্থানীয়রা জানায়, রামসুপারিপাড়া এলাকায় সুমতি চাকমার বাড়িতে ঘুমাচ্ছিলেন ইউপিডিএফ কর্মী শ্যামল চাকমা ও আকর্ষন চাকমা খবর পেয়ে রাত ১টার দিকে ১৫ থেকে ২০ জনের প্রতিপক্ষের সন্ত্রাসীরা সুমতির ঘর ঘেরাও করে তাদের ধরে গুলি করে মৃত্যু নিশ্চিত করার পর পালিয়ে যায়। খুব কাছ থেকে ব্রাশফায়ার করে তাদের মৃত্যু নিশ্চিত করে চলে যায়। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিতভাবে বলতে পারেননি স্থানীয়রা। নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ জানান, রাম সুপারিপাড়া গ্রামে দুই ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যার সংবাদ আমরা জেনেছি। আমরা এখন সেই এলাকার উদ্দেশ্যে রওনা হয়েছি,দুর্গম এলাকা হওয়ায় পুলিশ সদস্যদের ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হতে পারে । ফিরে এসেই বিস্তারিত জানানো যাবে। উল্লেখ্য, গত ৩ মে নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও এমএন লারমা গ্রুপের জনসংহতি সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি শক্তিমান চাকমাকে দুর্বৃত্তরা ব্রাশফায়ারে হত্যা করে। পর দিন ৪ মে শক্তিমানের শেষকৃত্যে যোগ দিতে যাওয়ার সময় বেতছড়ি এলাকায় দুর্বৃত্তদের ব্রাশফায়ারে গণতান্ত্রিক ইউপিডিএফের প্রধান তপন জ্যোতি চাকমা ওরফে বর্মাসহ পাঁচজন নিহত হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App