×

পুরনো খবর

বিএনপির একক প্রার্থীর বিপরীতে আ.লীগ-মহাজোটের ৪ প্রার্থী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০১৮, ০৪:০৪ পিএম

বিএনপির একক প্রার্থীর বিপরীতে আ.লীগ-মহাজোটের ৪ প্রার্থী
আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৮ (বরুড়া) সংসদীয় আসনে বিএনপির এক প্রকার নিশ্চিত প্রার্থী কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা সহসভাপতি জাকারিয়া তাহের সুমন। অপরদিকে এখানে আওয়ামী লীগের রয়েছেন তিন সম্ভাব্য প্রার্থী। তা ছাড়া রয়েছেন বর্তমান এমপি জাতীয় পার্টির অধ্যাপক নুরুল ইসলাম মিলন। এ উপজেলায় ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত এ আসন। স্বাধীনতার পর এ আসনে আওয়ামী লীগ জয়লাভ করেছে ৪ বার, বিএনপি ৪ বার ও জাতীয় পার্টি ২ বার। এর মধ্যে ১৯৭৩ সালের প্রথম সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে এমপি নির্বাচিত হন আওয়ামী লীগ নেতা আবদুল হাকিম। ১৯৭৯ সালে দ্বিতীয় সংসদ নির্বাচনে এমপি হন বিএনপির আলী হোসেন। ১৯৮৬ সালে তৃতীয় সংসদ নির্বাচনে এমপি হন আওয়ামী লীগ নেতা আবদুল হাকিম। ১৯৮৮ সালে চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে লাঙল প্রতীক নিয়ে এমপি হন জাপা নেতা ও বর্তমানে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সহসভাপতি মো. মাহবুবুর রহমান ভ‚ঁইয়া। ১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে এমপি হন বিএনপির আবু তাহের। ১৯৯৬ সালের ১৫ ফেব্রæয়ারির বিতর্কিত নির্বাচনেও আবু তাহের এমপি নির্বাচিত হন। ১৯৯৬ সালের ১২ জুনের ৭ম সংসদ নির্বাচনে এমপি হন আওয়ামী লীগের আবদুল হাকিম। ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে আবার এমপি হন বিএনপির আবু তাহের। তিনি এমপি থাকা অবস্থায় ২০০৪ সালের ২৩ সেপ্টেম্বর মারা গেলে একই বছরের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত উপনির্বাচনে এমপি নির্বাচিত হন প্রয়াত আবু তাহেরের বড় ছেলে বর্তমানে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জাকারিয়া তাহের সুমন। ২০০৮ সালের নবম সংসদ নির্বাচনে এমপি হন আওয়ামী লীগের নাসিমুল আলম চৌধুরী নজরুল। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে মহাজোট থেকে জাপা নেতা অধ্যাপক নুরুল ইসলাম মিলন এমপি নির্বাচিত হন। কুমিল্লা-৮ সংসদীয় আসনে আওয়ামী লীগ এখন ত্রি-ধারায় বিভক্ত। এক গ্রুপে নেতৃত্ব দিচ্ছেন সাবেক এমপি ও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক নাসিমুল আলম চৌধুরী নজরুল। আরেক গ্রুপে আছেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের শিল্পবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার এনামুল হক মিয়াজী। অপর গ্রুপে আছেন এ আসন থেকে একাধিকবার নির্বাচিত আওয়ামী লীগ দলীয় এমপি মরহুম আবদুল হাকিমের ছেলে ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট কামরুল ইসলাম। ৩ জনই এলাকায় সক্রিয় এবং নির্বাচন করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। দল এবং মহাজোটের তারা সম্ভাব্য প্রার্থীও। এ আসনে আগামী নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছেন সাবেক এমপি ও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক নাসিমুল আলম চৌধুরী নজরুল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট কামরুল ইসলাম ও শিল্পবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার এনামুল হক মিয়াজী। তবে সাংগঠনিক ক্ষেত্রে ও এলাকার মানুষের কাছে এনামুল হক মিয়াজীর যথেষ্ট গ্রহণযোগ্যতা রয়েছে বলে নেতাকর্মীদের অনেকে জানিয়েছেন। তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় উৎসবে এলাকার জনগণকে সহযোগিতার হাত বাড়ান এবং বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়নে ব্যক্তিগতভাবে দান-অনুদান দিয়ে থাকেন। এ আসনে বিএনপি তথা ২০ দলীয় জোটের একমাত্র প্রার্থী কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক সম্পাদক, জেলা সহসভাপতি ও সাবেক এমপি জাকারিয়া তাহের সুমন। তার বাবা আবু তাহেরও এ আসন থেকে তিনবার ধানের শীষ প্রতীক নিয়ে এমপি নির্বাচিত হয়েছিলেন। দল ও জোটে তার কোনো প্রতিদ্বন্দ্বী নেই। এ আসনে বিএনপির নেতাকর্মীদের বক্তব্য, আমরা বিজয় কিংবা আওয়ামী লীগের গ্রুপিং নিয়ে চিন্তা করছি না। আমরা চাচ্ছি ন্যূনতম হলেও একটি সুষ্ঠু ভোট হোক। তাহলেই আমরা বিজয়ী হতে পারব। ১৯৮৮ সালের চতুর্থ সংসদ নির্বাচনের পর এ আসনে আবার জাতীয় পার্টির লাঙল বিজয়ী হয় ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে। তখনকার এমপি মাহাবুবুর রহমান ভূইয়া এখন জেলা বিএনপির সহসভাপতি। বর্তমানে জাতীয় পার্টির এমপি অধ্যাপক নুরুল ইসলাম মিলন। উপজেলা ভাইস চেয়ারম্যান কামাল হোসেনও জাতীয় পার্টির। জাতীয় পার্টিতে এখানে কোনো গ্রুপিং নেই। অধ্যাপক নুরুল ইসলাম মিলন দলের একক প্রার্থী। আসলে এখানে জাপার কোনো নিজস্ব ভোট নেই। এমপি অধ্যাপক নুরুল ইসলাম মিলনের নিজস্ব কিছু ভোট আছে। অধ্যাপক নুরুল ইসলাম মিলন চাচ্ছেন আরেকবার মহাজোটের প্রার্থী হতে। তবে মহাজোটের প্রার্থী না হতে পারলেও তিনি জাপা থেকে নির্বাচন করবেন। এলাকার ভোটারদের সঙ্গে আলাপ করে জানা যায়, এখানে আওয়ামী লীগ যদি নিজেদের গ্রুপিং শেষ করে জাতীয় পার্টিকে আস্থায় এনে একক প্রার্থী দিতে পারে তবে বিএনপির জাকারিয়া তাহের সুমন একটি কঠিন চ্যালেঞ্জে পড়তে পারেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App