×

খেলা

বাংলাদেশ-ভারত মুখোমুখি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০১৮, ০১:৩৭ পিএম

বাংলাদেশ-ভারত মুখোমুখি
গত বছরের জুনে ভারতের বিপক্ষে ৯ উইকেটে হেরে আইসিসি চ্যাম্পিয়ন্সশিপ ট্রফির সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল বাংলাদেশকে। এটাই ভারত এবং বাংলাদেশের মধ্যকার সর্বশেষ ওয়ানডে ম্যাচ। এর আগে ২০১৫ সালে ক্রিকেট বিশ^কাপের কোয়ার্টার ফাইনালেও ভারতের কাছেই হেরেছিল মাশরাফি-সাকিবরা। ২০১৬ সালে টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত এশিয়া কাপের ফাইনালে বিরাট কোহলিদের কাছে হেরেই শিরোপা বঞ্চিত হতে হয়েছিল বাংলাদেশকে। এ বছরের শুরুতেই শ্রীলঙ্কায় অনুষ্ঠিত নিদাহাস ট্রফির ফাইনালে রোহিতদের বিপক্ষে হেরেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। এবার ওয়ানডে ফরম্যাটে অনুষ্ঠিত এশিয়া কাপের ১৪তম আসরের সুপার ফোরে প্রতিপক্ষ সেই চেনা ভারত। সংযুক্ত আরব আমিরাতে চলমান এ টুর্নামেন্টে আজ বিকেল সাড়ে ৫টায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবে মাশরাফি-সাকিবরা। ম্যাচটি বিটিভি, মাছরাঙা এবং গাজী টিভি সরাসরি দেখাবে। সুপার ফোরে দিনের অন্য ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে খেলতে নামবে দুবারের এশিয়া কাপের শিরোপাজয়ী পাকিস্তান। এ ম্যাচটিও বিকেল সাড়ে ৫টায় আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সুপার ফোরে আসার পথে ‘বি’ গ্রæপে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ১৩৭ রানের বড় ব্যবধানে হারায়। এ দিন মুশফিকের ব্যাটিং তাÐবে হাথুরুর শিষ্যরা উড়ে যায়। এরপর একই গ্রæপে থাকা আফগানিস্তান শ্রীলঙ্কাকে হারানোয় এক ম্যাচ খেলেই বাংলাদেশের সুপার ফোর নিশ্চিত হয়। দুই ম্যাচ হেরে শ্রীলঙ্কা টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে। এ ক্ষেত্রে গতকাল আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের গ্রæপ পর্বের ম্যাচটি ছিল শুধুই আনুষ্ঠানিকতা। অন্যদিকে ‘এ’ গ্রæপে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত প্রতিপক্ষ দুদলকে হারিয়ে গ্রæপ চ্যাম্পিয়ন হয়ে সুপার ফোরে ওঠে। ভারত এবং পাকিস্তানের কাছে হেরে হংকং সুপার ফোরে উঠার দৌড় থেকে বাদ পড়ে। অন্যদিকে পাকিস্তানের সুপার ফোর আগেই নিশ্চিত হয়। সুপার ফোরে ভারতের মুখোমুখি হওয়ার আগে অতীত রেকর্ডে অবশ্য বাংলাদেশের চেয়ে রোহিত শর্মারাই এগিয়ে রয়েছে। এখন পর্যন্ত ভারত এবং বাংলাদেশ মোট ৩৩টি ওয়ানডে ম্যাচ খেলেছে। যেখানে ভারত জয় পেয়েছে সর্বোচ্চ ২৭ ম্যাচে এবং বাংলাদেশ জয় পেয়েছে মাত্র ৫টি ম্যাচে। তবে বিগত বছরগুলোর থেকে সাম্প্রতিক সময়ে টাইগারদের বেশ উন্নতি হয়েছে। ওয়ানডেতে স্টিভ রোডসের শিষ্যরা রীতিমতো সেরা ফর্মেই রয়েছে। সর্বশেষ উইন্ডিজ সিরিজে টাইগাররা ক্যারিবীয়দের ২-১ ব্যবধানে হারিয়েছে। ক্রিকেটপ্রেমীদের মতে, ভারতের বিপক্ষে সুপার ফোরের ম্যাচে বাংলাদেশের জেতার সম্ভাবনা রয়েছে। কারণ রবিশাস্ত্রীর দলে নেই বিশ^সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি। তবে টাইগারদেরও যথেষ্ট ভয়ের কারণ রয়েছে। ইনজুরির কারণে দল থেকে ছিটকে পড়া তামিম ইকবালের অনুপস্থিতিও দলের ফলাফলে প্রভাব ফেলবে বলে মনে করেন তারা। তামিমের জায়গায় স্টিভ রোডস মুমিনুল হককে নির্বাচন করেছেন। তবে এটাও ঠিক যে, দলের প্রয়োজনে সাবিক-মুশফিক বা মাহমুদউল্লাহরাও জ¦লে উঠতে পারেন। শুধু যে ব্যাটসম্যানরাই সেরা ফর্মে রয়েছেন এমনটি নয়। সাম্প্রতিক সময়টাতে টাইগার বোলারাও নিজেদের সেরাটাই দিয়ে যাচ্ছেন। অন্যদিকে আফগানিস্তানের বিপক্ষে অতীত রেকর্ডের দিক দিয়ে পাকিস্তানই এগিয়ে। দুদেশের মধ্য অনুষ্ঠিত দুটি ওয়ানডে ম্যাচেই পাকিস্তান জয় পেয়েছে। তা ছাড়া এশিয়া কাপের রেকর্ডেও পাকিস্তান এগিয়ে। পাকিস্তান এ পর্যন্ত দুবার এশিয়া কাপের শিরোপা জিতেছে। যেখানে আফগানদের সুপার ফোরে উঠেই সন্তুষ্ট থাকতে হয়েছে। তবে এবারের আসরে হয়তো পাকিস্তানকে একটু কঠিন পরীক্ষারই মুখোমুখি হতে হবে। কারণ আফগান দলে রয়েছেন সময়ের সেরা স্পিনার রশিদ খান এবং মোহাম্মদ নবীর মতো বোলাররা। তারা যে কোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়ার ক্ষমতা রাখেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App