×

খেলা

পাকিস্তানকে ২৫৮ রানের লক্ষ্য দিল আফগানিস্তান

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৫৫ পিএম

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নিজেদের জানান দিয়ে গতকাল এশিয়া কাপের সুপার ফোরে উঠেছে আফগানিস্তান। সুপার ফোরের প্রথম ম্যাচেই আজ শক্তিশালী পাকিস্তানের মুখোমুখি হয়েছে আফগানরা। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৫৭ রান করে আসগার আফগানের দল। জিততে হলে শক্তিশালী আফগান বোলিংয়ের বিপরীতে এখন এ রান তাড়া করতে হবে সরফরাজ আহমেদের পাকিস্তানকে। আগে ব্যাট করতে নামা আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ ইনিংসিটি খেলেন হাসমতউল্লাহ সাঈদি। ১১৪ বল খেলে ৫ চারের সাহায্যে ৮৪ রানের চমৎকার ইনিংসটি খেলেন তিনি। গতকাল গ্রুপপর্বের শেষ ম্যাচেও বাংলাদেশের বিপক্ষে হেসেছে তার ব্যাট। নিজের ২২তম ওয়ানডে ম্যাচটি খেলতে নেমে তৃতীয় ফিফটির (৫৮) দেখা পেয়েছিলেন হাসমতউল্লাহ সাঈদি। আবুধাবিতে আজ দ্বিতীয় সর্বোচ্চ ৬৭ রান আসে অধিনায়ক আসগর আফগানের ব্যাট থেকে। ৫৬ বলে ২ চার ৫ ছক্কায় এ ইনিংসে খেলেন আফগান দলপতি। ওপেনিংয়ে নেমে ২০ রান করেন মোহাম্মদ শাহজাদ। এছাড়া রহমত শাহ ৩৬ও ইনসানুল্লাহ ১০ রান করেন। বল হাতে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন মোহাম্মদ নেওয়াজ। এছাড়া ২টি করে উইকেট পান হাসান আলী ও শাহেন শাহ আফ্রিদি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App