×

জাতীয়

হতদরিদ্রদের চাল বিতরণে অনিয়ম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০১৮, ০৩:৫৫ পিএম

হতদরিদ্রদের চাল বিতরণে অনিয়ম
উপজেলার সুন্দলী ইউনিয়নে হতদরিদ্রদের ১০ টাকা কেজি দরের চাল বিতরণে ওজনে কম দেয়ার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় ডিলার নির্মল কান্তি মন্ডল ৩০ কেজি চালের পরিবর্তে ২৯ কেজি করে চাল দিচ্ছেন বলে অভিযোগ করেছে ভুক্তভোগীরা। কার্ডধারীদের অভিযোগের ভিত্তিতে সরেজমিন সুন্দলী বাজারে উপস্থিত হলে বৃদ্ধ পুর্ণিমা রায়, বিকাশ চন্দ্র, ইউনিয়ন যুবলীগ নেতা পল্লব বিশ্বাসসহ অসংখ্য কার্ডধারী ৩০ কেজির পরিবর্তে ২৯ কেজি করে চাল পাচ্ছেন বলে অভিযোগ করেন। এ ব্যাপারে ডিলার নির্মল কান্তি চাল বিতরণ কেন্দ্রে গেলে তিনি অভিযোগের বিষয়ে বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলা হচ্ছে। ওজনে সামান্য কমবেশি হতে পারে। তিনি সরকারি নিয়মানুযায়ী চাল বিতরণ করছেন বলে দাবি করেন। এ সময় তিনি একটি প্লাস্টিকের বালতি সহকারে ওজন যন্ত্রে ৩০ কেজি চাল পরিমাপ করে দেখান। ইউনিয়নের ৬, ৭, ৮ ও ৯নংসহ ৫নং ওয়ার্ডের একাংশ মিলে মোট ৬০৫ কার্ডধারীকে চাল বিতরণ করা হচ্ছে। কথা হয় ইউনিয়নের অপর ডিলার লিটন বিশ্বাসের সঙ্গে। তিনি জানান, আমার বিরুদ্ধে একজন কার্ডধারীও অভিযোগ দিতে পারবে না। কারণ আমি সরকার নির্ধারিত ৩০ কেজি চাল ওজন করে বস্তায় দিচ্ছি। জানতে চাওয়া হয় বালতির মাপও কি চালের ওজনের সঙ্গে ধরা হচ্ছে? তিনি জানান, বালতির ওজন আলাদা এর সঙ্গে ৩০ কেজি চালের কোনো সম্পর্ক হতে পারে না। তার বিতরণ কেন্দ্র থেকে ইউনিয়নের ১, ২, ৩ ও ৪নং ওয়ার্ডসহ ৫নং ওয়ার্ডের একাংশের ৬০৫ কার্ডধারী চাল নিতে পারবেন। এ ব্যাপারে অত্র ইউনিয়নের ট্যাগ অফিসার উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনজু মনোয়ারা বলেন, নির্মল ও লিটন দুই ডিলার তাকে না জানিয়ে সোমবার চাল বিতরণ শুরু করেছেন। আর নির্মলের বিরুদ্ধে চাল কম দেয়ার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। তদন্তপূর্বক কঠোর ব্যবস্থা গ্রহণেরও আশ্বাস দেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App