×

জাতীয়

ভোলার চরফ্যাশনে সাগরের মোহনায় ২ ট্রলার ডুবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০১৮, ০১:২৬ পিএম

ভোলার চরফ্যাশনে সাগরের মোহনায় ২ ট্রলার ডুবি
প্রবল স্রোতের তোড়ে ভোলার চরফ্যাশনের বঙ্গোপসাগরের মোহনায় মাছধরার দু’টি ট্রলার ডুবে গেছে। এসময় ট্রলার দু’টিতে ১৩ জেলে ছিলেন। পরে অন্য ট্রলারের জেলেরা তাদের উদ্ধার করেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার ঢালচর সংলগ্ন বঙ্গোপসাগরের মোহনার রাক্ষুসিয়া পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। ঢালচরের মৎস্য আড়ৎদার শাহে আলম জানান, গত কয়েকদিন ধরে সাগরে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে। বুধবার রাতে ঢালচরের জেলেরা সাগরের মোহনায় ইলিশ শিকারে যান। সকালে প্রচণ্ড ঢেউয়ের তোড়ে ঢালচরের বাশার মাঝির ও রবিউল আলম মাঝির দু’টি ট্রলার ডুবে যায়। এসময় বাশারের ট্রলারে ছয় জেলে এবং রবিউলের ট্রলারে সাত জেলে ছিলেন। পরে বিভিন্ন ট্রলারের জেলেরা তাদের উদ্ধার করেন বলে খবর পাওয়া গেছে। ভোলা কোস্টগার্ড দক্ষিণ জোনের অপারেশন অফিসার লেফটেন্যান্ট নুরুজ্জামান শেখ জানান, ট্রলার ডুবির খবর পেয়ে কোস্টগার্ডের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেছে। এদিকে, ট্রলার ডুবির খবরে আতঙ্কে ও উৎকণ্ঠায় রয়েছেন ট্রলার মালিক ও জেলে পরিবারের সদস্যরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App