×

জাতীয়

বি. চৌধুরী কেন এড়িয়ে চলছেন ‘ঐক্য প্রক্রিয়া’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০১৮, ১২:০৯ পিএম

বি. চৌধুরী কেন এড়িয়ে চলছেন ‘ঐক্য প্রক্রিয়া’
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও মাঠের বিরোধী দল বিএনপির বাইরে ‘বৃহত্তর ঐক্য প্রক্রিয়া’ এড়িয়ে চলছেন সাবেক রাষ্ট্রপতি বিকল্প ধারা বাংলাদেশের সভাপতি অধ্যাপক ড. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। অবাধ সুষ্ঠু নির্বাচনের দাবিতে সমমনা দলগুলোকে নিয়ে যুক্তফ্রন্ট গঠনের অন্যতম উদ্যোক্তা হয়েও কেন নিজেকে গুটিয়ে রেখেছেন ডা. বি চৌধুরী? এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানামুখী আলোচনা-সমালোচনা। বিষয়টির চুলচেরা বিশ্লেষণও চলছে। তবে সূত্র জানিয়েছে, ঐক্য প্রক্রিয়ার কয়েকজন শীর্ষ নেতার সঙ্গে দ্ব›দ্ব, দলীয় ও রাজনৈতিক অবস্থান বিবেচনা এবং সর্বোপরি ঐক্যের ভবিষ্যৎ নিয়ে সন্দেহের কারণে নিজেকে দূরে রাখছেন বদরুদ্দোজা চৌধুরী। সরকারবিরোধী আন্দোলনে বড় ধরনের প্লাটফর্ম গড়তে বদরুদ্দোজা চৌধুরী ও ড. কামাল হোসেনরা দীর্ঘদিন ধরে দৌড়ঝাঁপ করে আসছেন। সম্প্রতি বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দল তাদের আগ্রহে সায় দেয়ায় তারা ধারাবাহিক বৈঠক শুরু করেন। বারিধারায় বদরুদ্দোজা চৌধুরীর (বি. চৌধুরী) বাসায় বৈঠকের পর উত্তরায় নাগরিক ঐক্যের আহবায়ক মাহামুদুর রহমান মান্নার বাসায় বৈঠক হয়। এরপর জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রবের বাসায় বৈঠক হয়। ঐসব বৈঠকের কোনোটিতে কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীও ছিলেন। তবে বৃহত্তর ঐকের চ‚ড়ান্ত রূপরেখা তৈরি করতে ড. কামাল হোসেনের বেইলি রোডের বাসায় বৈঠকে যোগ দেননি কাদের সিদ্দিকী। এ অবস্থায় ১৫ সেপ্টেম্বর শনিবার জাতীয় প্রেসক্লাবে বৃহত্তর জাতীয় ঐক্যের ঘোষণা করেন ড. কামাল হোসেন। জাতীয় এক্য প্রক্রিয়া ঘোষণার সময় অনুপস্থিত ছিলেন বি. চৌধুরী। এমনকি বিকল্পধারার কোনো প্রতিনিধিও ওইদিন প্রেসক্লাবে ছিলেন না। সর্বশেষ মঙ্গলবার খুলনার সমাবেশেও বি. চৌধরী বা তার দলের কেউ যাননি। এ পরিস্থিতিতে বি. চৌধুরী ও ড. কামাল হোসেনের ঐক্য প্রক্রিয়ায় সমন্বয়হীনতা সৃষ্টি হয়েছে। এমনকি রাজনৈতিক অঙ্গনে তাদের ঘিরে সৃষ্ট আগ্রহও ফিকে হয়ে আসছে। যুব গণফোরামের আহবায়ক কাজী হাবীব জানান, এর আগে আওয়ামী লীগের সঙ্গে নির্বাচনী আসন নিয়ে দর কষাকষি করেছিলেন বিকল্পধারার যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী। আওয়ামী লীগ শুধু বি চৌধুরী, মাহী বি চৌধুরী ও বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) মান্নানের জন্য তিনটি আসন দিতে চেয়েছিল। মাহী ফের বিএনপির কাছে দেড়শ আসন চেয়েছেন। এ নিয়ে ক্ষুব্ধ হয়েছেন ড. কামাল হোসেন। জাতীয় ঐক্য প্রক্রিয়ার দুর্বলতার সুযোগে নাগরিক সভা নামে একটি সংগঠন জাতীয় ঐক্য প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হয়েছে। প্রবীণ অর্থনীতিবিদ রেহমান সোবহান, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার, শিক্ষাবিদ জামিলুর রেজা চৌধুরী, অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য, সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মইনুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক আতাউর রহমান, তত্ত¡াবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলি খানের মতো দেশের সিনিয়র নাগরিকরা রয়েছেন ওই নাগরিক সভায়। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত গতকাল বুধবার রাতে গোস্বা ভাঙাতে বদরুদ্দোজা চৌধুরীর বাসায় যান গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ড. জাফরুল্লাহ চৌধুরী, গণফোরাম সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টুসহ জাতীয় ঐক্য প্রক্রিয়ার শীর্ষ নেতারা। যুব গণফোরামের আহবায়ক কাজী হাবীব এ তথ্য নিশ্চিত করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App