×

আন্তর্জাতিক

নিউইয়র্কে কনসাল জেনারেল এর সাথে রেমিটেন্স প্রেরণকারী প্রতিষ্ঠান প্রধানদের মতবিনিময়

Icon

শামীম আহমেদ

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০১৮, ০৭:১৭ এএম

নিউইয়র্কে কনসাল জেনারেল এর সাথে রেমিটেন্স প্রেরণকারী প্রতিষ্ঠান প্রধানদের মতবিনিময়
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এর কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসার সাথে বাংলাদেশে অর্থ প্রেরণকারী নিউইয়র্কস্থ প্রতিষ্ঠানসমূহের একটি প্রতিনিধিদের এক মতবিনিময় সভা ১৮ সেপ্টেম্বর ২০১৮ কনস্যুলেট জেনারেল অফিসে অনুষ্ঠিত হয়। সভায়, মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশী ও বাংলাদেশী-আমেরিকান নাগরিকদের বৈধ উপায়ে বাংলাদেশে অর্থ প্রেরণ বৃদ্ধির বিষয়টি গুরুত্বের সাথে আলোচিত হয়। বৈধ উপায়ে অর্থ প্রেরণে উৎসাহিতকরণ এবং অবৈধ উপায়ে রেমিটেন্স প্রদান বন্ধে জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি দেশের উন্নয়নের প্রতি কর্তব্যবোধে সকলকে উৎসাহিত করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোকপাত করা হয়। কনসাল জেনারেল দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধিতে এবং সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদের গুরুত্বপূর্ণ অবদানের বিষয়টি তুলে ধরেন। মতবিনিময় সভায় প্রতিনিধিদলে ছিলেন জনতা এক্সচেঞ্জ কোম্পানী ইনক এর সিইও এবং প্রেসিডেন্ট মোঃ নজরুল ইসলার, সোনালী এক্সচেঞ্জ কোঃ ইনক এর ভারপ্রাপ্ত সিইও এবং প্রেসিডেন্ট মোঃ জহিরুল ইসলাম, স্ট্যান্ডার্ড এক্সচেঞ্জ কোম্পানীর আব্দুল মালেক, বিএ এক্সপ্রেস ইউএসএর জিল্লুর দেওয়ান, এনবিএল মানি ট্রান্সফারের গনেস চন্দ্র বিশ্বাস, সানমান গ্লোবাল এক্সপ্রেসের মাসুদ রানা তপন। এসময়, কনস্যুলেট জেনারেল এর অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App