×

খেলা

তরুণরা জ্বলে উঠবে আজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০১৮, ০৪:১৭ পিএম

তরুণরা জ্বলে উঠবে আজ
এশিয়া কাপের এবারের আসরের সুপার ফোরে অংশগ্রহণের সুযোগ পাওয়া চারটি দল ইতোমধ্যেই নিশ্চিত হয়ে গেছে। গ্রুপ ‘এ’ থেকে সুপার ফোরে খেলবে ভারত ও পাকিস্তান। অন্যদিকে গ্রপ ‘বি’তে ফেভারিট শ্রীলঙ্কাকে বিদায় করে দিয়ে এক ম্যাচ অবশিষ্ট থাকতেই সুপার ফোরের টিকেট পেয়েছে বাংলাদেশ ও আফগানিস্তান। ইতোমধ্যে সুপার ফোরে অংশগ্রহণ নিশ্চিত হয়ে যাওয়ায় বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার আজকের ম্যাচটি এক হিসেবে কেবল আনুষ্ঠানিকতার। তবে এ ম্যাচটি বিভিন্ন কারণে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। সুপার ফোরের ম্যাচে খেলতে নামার আগে বেশ কিছু জায়গায় পরীক্ষা-নিরীক্ষা করতে হবে বাংলাদেশকে। আর এসব পরীক্ষা-নিরীক্ষার জন্য টাইগার কোচ স্টিভ রোডস যে আজকের ম্যাচটিকে বেছে নেবেন তাতে কোনো সন্দেহ নেই। তা ছাড়া এটি বাংলাদেশ দলে জায়গা পাওয়া তরুণ ক্রিকেটারদের জন্য নিজেদের প্রমাণ করার ম্যাচ। গত ৪ বছরে ওয়ানডেতে দারুণ উন্নতি করেছে বাংলাদেশ। মাশরাফির নেতৃত্বাধীন দলটি ওয়ানডেতে এখন বিশ্বের যে কোনো দলকেই হারানোর সামর্থ্য রাখে। ইতোমধ্যে সে সামর্থ্যরে প্রমাণও দিয়েছে তারা। টাইগার ক্রিকেটের এই উন্নতির মূলে রয়েছেন বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার। আরো স্পষ্ট করে বললে দলের সিনিয়র পাঁচ ক্রিকেটার। এরা হলেন- মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক এবং মাহমুদউল্লাহ। বাংলাদেশের জেতা ম্যাচগুলোর পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, প্রতিটি জয়ের পেছনে ঘুরেফিরে এ পাঁচ ক্রিকেটারেরই অবদান রয়েছে। কখনো তামিম, কখনো সাকিব, কখনো মুশফিক আবার কখনো মাহমুদউল্লাহ গড়ে দিয়েছেন দলের ভিত। সে সঙ্গে মাশরাফির বুদ্ধিদীপ্ত নেতৃত্ব ও বল হাতে অসাধারণ পারফরমেন্স তো রয়েছেই। সিনিয়র খেলোয়াড়রা পারফরমেন্স করার কারণে নজর এড়াচ্ছে দলের তরুণ খেলোয়াড়দের ব্যর্থতা। গত কয়েক বছরের পারফরমেন্স বিচার করলে দেখা যায়, তরুণ ক্রিকেটাররা খুব কম সময়েই তাদের ওপর কোচ ও টিম ম্যানেজমেন্টের আস্থার প্রতিদান দিতে পেরেছেন। তা ছাড়া দলের জয়েও তারা রাখতে পারেননি উল্লেখযোগ্য অবদান। এবার সময় এসেছে তরুণ ক্রিকেটারদের নিজেদের প্রমাণ করার। দেশসেরা ওপেনার তামিম ইকবাল ইনজুরির কারণে এশিয়া কাপ থেকে ছিটকে পড়েছেন। তার পরিবর্তে দলে জায়গা পাবেন মুমিনুল কিংবা নাজমুল হোসেন শান্তর মধ্যে যে কোনো একজন। টাইগার ক্রিকেটের সঙ্গে মুমিনুলের পথচলা প্রায় ৬ বছরের হলেও খুব বেশি ওয়ানডে ম্যাচ খেলা হয়নি তার। অন্যদিকে লিগ পর্যায়ে এবং বয়সভিত্তিক দলের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করা শান্ত এখনো কোনো আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলেননি। তাই মুমিনুল কিংবা শান্ত যাকেই সুযোগ দেয়া হোক না কেন, তাদের লক্ষ্য থাকা উচিত আস্থার প্রতিদান দেয়া। শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের জয়ের নায়ক মুশফিকুর রহিম। তার ১৪৪ রানের দুর্দান্ত একটি ইনিংসের ওপর ভর করেই ম্যাচটি জিতেছে টাইগাররা। ওই ম্যাচটি মুশফিক খেলেছেন পাঁজরের ব্যথা নিয়েই। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে মুশফিক বিশ্রামে থাকবেন এমন খবর শোনা যাচ্ছে। মুশফিক না খেললে তার জায়গায় তরুণ কোনো ক্রিকেটার একাদশে সুযোগ পাবেন সেটা নিশ্চিত। ইতোমধ্যে তরুণদের জন্য অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করেছেন তামিম, মুশফিকরা। তরুণ ক্রিকেটাররা জ্বলে উঠার জন্য অনুপ্রেরণা খুঁজতে পারেন সেখান থেকে। তরুণ অল রাউন্ডার মেহেদি হাসান মিরাজও সেটা বিশ্বাস করেন। এ বিষয়ে তিনি বলেন, তামিম ভাই, মুশফিক ভাইয়ের লড়াই দেখে আমরা তরুণরা অনুপ্রাণিত। আমরা মাঠে ভালো পারফর্ম করার জন্য মুখিয়ে আছি। আশা করি, সামনের ম্যাচগুলোতে নিজেদের উজাড় করে দিতে পারব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App