×

জাতীয়

টেকসই অগ্রযাত্রায় উন্নত মানবসম্পদের বিকল্প নেই : সাবের হোসেন চৌধুরী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০১৮, ১২:১৩ পিএম

টেকসই অগ্রযাত্রায় উন্নত মানবসম্পদের বিকল্প নেই : সাবের হোসেন চৌধুরী
বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং ঢাকা-৯ আসনের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী বলেছেন, বাংলাদেশের অগ্রযাত্রাকে টেকসই করতে হলে আমাদের মানবসম্পদের উন্নয়ন করতে হবে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে। এগিয়ে যাওয়ার এই ধারাবাহিকতা বজায় রাখতে হলে উন্নত মানবসম্পদের বিকল্প নেই। এই মানবসম্পদ একজন প্রকৌশলী হতে পারেন, একজন শিক্ষক হতে পারেন। তবে একজন চিকিৎসক বা সার্জন মানবসম্পদের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ। গতকাল বুধবার বিকালে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালে দিনব্যাপী ‘উন্নত অস্ত্রোপাচার সম্পর্কিত আন্তর্জাতিক কর্মশালায়’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিরি বক্তব্যে তিনি এসব কথা বলেন। মুগদা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. শাহ গোলাম নবীর সভাপতিত্বে কর্মশালায় আরো বক্তৃতা করেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজ, বাংলাদেশ সার্জন সোসাইটির সভাপিত অধ্যাপক ডা. জুলফিকুর রহমান খান, মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ডা. ফারুক আহমেদ ভ‚ঁইয়া, থাইল্যান্ডের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক অরুন রোজানা সাকুল, লিথুনিয়ার অধ্যাপক নারিমানটাস সামালাভিকাস, ভেনিজুয়েলার অধ্যাপক রিকার্ডো এসকালানটে, যুক্তরাজ্যের ডা. যোসেফ নানো প্রমুখ। সাবের হোসেন চৌধুরী বলেন, চিকিৎসা ক্ষেত্রে বাংলাদেশে বর্তমানে সার্জনদের যেই সক্ষমতা আছে এটাকে আমরা আরো উঁচুস্তরে নিয়ে যেতে চাচ্ছি। যার জন্য বিদেশি বড় বড় সার্জনদের নিয়ে এই কর্মশালার আয়োজন। বিভিন্ন দেশ থেকে এই কর্মশালায় যারা এসেছেন তারা এ বিষয়ে অত্যন্ত অভিজ্ঞ। এখানে উপস্থিত বিভিন্ন মেডিকেল কলেজের চিকিৎসকরা নিজেদের অভিজ্ঞতা শেয়ার করলেন। এই শেয়ারিংয়ের মাধ্যমে এবং বিভিন্ন প্রযুক্তি ও পদ্ধতির প্রয়োগের মাধ্যমে নিজেদের আরো সমৃদ্ধ করতে পারলেন। বাংলাদেশের জনগণের চিকিৎসার ক্ষেত্রে তারা এই অভিজ্ঞতার প্রয়োগ করবেন। এটাই হচ্ছে এই কর্মশালার উদ্দেশ্য। এভাবেই দেশের জনগণ উন্নত চিকিৎসাসেবার সুফল পাবে। ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের সাবেক এই চেয়ারম্যান বলেন, উন্নত চিকিৎসার জন্য বছরে প্রায় ৮ লাখ মানুষ বিদেশে যায়। এতে সাড়ে ৩ বিলিয়ন ডলার খরচ হয়। যাদের সম্পদ আছে তারা বিশাল অর্থ খরচ করে বিদেশে যেতে পারে। কিন্তু বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে তৃণমূল পর্যায়ে মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দেয়া। প্রধানমন্ত্রী স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন। আমরা চাই এই ধারা এগিয়ে যাক। উন্নত চিকিৎসার বাস্তব অভিজ্ঞতার জন্যই দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করা হয়েছে। স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) মহাসচিব এম এ আজিজ বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতা গ্রহণের পরে চিকিৎসাসেবায় অভ‚তপূর্ব উন্নয়ন হয়েছে। সরকার বর্তমানে কম খরচে জনগণের দোরগোড়ায় উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দিচ্ছে। বর্তমান সরকারের সময়ে দেশে শিশু মৃত্যুহার কমেছে, আমাদের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App