×

জাতীয়

চরভদ্রাসনে পদ্মার ভাঙন অব্যাহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০১৮, ০৩:৩৩ পিএম

চরভদ্রাসনে পদ্মার ভাঙন অব্যাহত
চরভদ্রাসন উপজেলা সদরে পদ্মা নদীর পানি বৃদ্ধির সঙ্গে ভাঙন অব্যাহত রয়েছে। এতে ৫টি বসতভিটাসহ প্রায় ২০ একর ফসলি জমি নদীতে বিলীন হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলো উপজেলা বালিয়াডাঙ্গী গ্রামের জয়নাল মোল্যা, সিদ্দিক মোল্যা, মনসুর মোল্যা ও খবির বিশ্বাস। এ ছাড়া উপজেলার সুপারি বাগান গ্রামের প্রায় ১০ একর ফসলি জমি বিলীন হয়। জানা যায়, ক’দিন ধরে পদ্মা নদীর পানি বৃদ্ধির সঙ্গে উপজেলা সদরে বিভিন্ন গ্রামে পদ্মার ভাঙন অব্যাহত রয়েছে। ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের অনেকেই ফাজেলখার ডাঙ্গী গ্রামের বেড়িবাঁধ সড়কে আশ্রয় নিয়েছে। আবার কেউ অন্যত্র চলে গেছেন। গত দু’দিনে উপজেলা সদরের বালিয়াডাঙ্গী গ্রাম, ফাজেলখার ডাঙ্গী ও সুপারি বাগান গ্রামের অন্তত ২০ একর ফসলি জমি পদ্মার ভাঙনে বিলীন হয়ে গেছে। একই সঙ্গে ভাঙনকবলিত বসতভিটা জমির বিভিন্ন গাছপালা পদ্মার গর্ভে চলে গেছে বলে জানা গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App