×

জাতীয়

কাউনিয়ায় সাড়া ফেলেছে গ্রাম আদালত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০১৮, ০৩:৩৬ পিএম

কাউনিয়ায় সাড়া ফেলেছে গ্রাম আদালত
দেশের আদালতগুলোতে যখন লাখ লাখ মামলা ঝুলে রয়েছে তখন রংপুরের কাউনিয়ায় গ্রাম্য মামলা মোকদ্দমা নিষ্পত্তির ক্ষেত্রে গ্রাম আদালত ব্যাপক সারা ফেলেছে। উপজেলার ৬ ইউনিয়নে গত ১ বছরে গ্রাম আদালতে নিষ্পত্তি হয়েছে ৪৮৯টি মামলা। স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন ইউরোপীয়ান ইউনিয়ন ও ইউএনডিপি এবং মাঠ পর্যায়ে ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অরগানাইজেশনের (ইএসডিও) সহযোগিতায় গত ১৪ মাস ধরে চলছে এ গ্রাম আদালত কার্যক্রম। কাউনিয়া উপজেলা সমন্বয়কারী (্ইএসডিও) হাফিজ আল আসাদ জানান, জুলাই ২০১৭ সাল থেকে উপজেলায় গ্রাম আদালতের প্রচারণা শুরু হয়। এরপর ২০১৮ সালের আগস্ট পর্যন্ত উপজেলার সারাই ইনিয়নে ৮৫টি, হারাগাছ ইউনিয়নে ৭৮টি, কুর্শা ইউনিয়নে ৮৮টি, শহীদবাগ ইউনিয়নে ১১১টি, বালাপাড়া ইউনিয়নে ৫৮টি এবং টেপামধুপুর ইউনিয়নে ৮৯টিসহ মোট ৫০৯টি মামলা আমলে নেয়া হয়। এর মধ্যে ৪৮৯টি মামলায় ৮ লাখ ৩৮ হাজার ৮০ টাকা এবং ৪৪ একর জমি সংক্রান্ত মামলা ইতোমধ্যে নিষ্পত্তি করা হয়। বাকি ২৯ মামলাও চলমান রয়েছে। সূত্র জানায়, প্রতিটি ইউনিয়নে ১ জন করে গ্রাম আদালতের কর্মী রয়েছে, যারা ফৌজদারি মামলার জন্য ১০ টাকা এবং দেওয়ানি মামলার জন্য ২০ টাকা নিয়ে মামলা নথিভুক্ত করেন। এরপর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধমে বাদী ও বিবাদী পক্ষের সমন্বয়ে মামলার শুনানি ও নিষ্পত্তি করা হয়। নিজের পাওনা টাকা জমি জমা উদ্ধারের জন্য বিনা খরচে উপকার পাওয়া শহীদবাগ ইউনিয়নের খোর্দ্দ ভুৎছাড়া গ্রামের শেফালী খাতুন বলেন, গ্রাম্য আদালত হয়া মুই বিনা খরচায় মোর পাওনা ৫০ হাজার টাবা ফিরি পাইছো।’ টেপামধুপুর ইউনিয়নের আরাজি কানুয়া গ্রামের এরশাদুল বলেন, ‘টাকা পাইশা খরচ করি অমপুরের আদালতে হামরা যাবার পাই না। গ্রাম্য আদালতে হামরা বিনা খরচায় সুবিচার পাইছি।’ টেপা মধুপুর ইউনিয়নের চেয়ারম্যান সফিকুল ইসলাম জানান, গ্রাম্য আদালতের এ প্রক্রিয়া চলমান রাখা জরুরি। এতে সাধারণ মানুষ অনেক উপকৃত হচ্ছেন। জানা গেছে, বর্তমানে রংপুর সদর, তারাগঞ্জ, বদরগঞ্জ, পীরগঞ্জ ও কাউনিয়ায় এ গ্রাম আদালত চলমান রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App