×

বিনোদন

আর্মি স্টেডিয়ামে বামবার ১২ ব্যান্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০১৮, ০৪:৪৭ পিএম

আর্মি স্টেডিয়ামে বামবার ১২ ব্যান্ড
আগামী ২৮ সেপ্টেম্বর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে জড়ো হবে দেশের উল্লেখযোগ্য ১২টি ব্যান্ড। বামবার সদস্য এই ব্যান্ডগুলো এদিন জড়ো হওয়ার পেছনে রয়েছে একটি বড় উদ্দেশ্য। সংশ্লিষ্টরা জানান, গানের মাধ্যমে সারাদেশে অটিজম বিষয়ে সচেতনতা ছড়িয়ে দেয়ার জন্য এই ওপেন এয়ার কনসার্টের আয়োজন। কনসার্টটি যৌথভাবে আয়োজন করছে পিএফডিএ-ভোকেশনাল ট্রেনিং সেন্টার (পিএফডিএ-ভিটিসি), বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন (বামবা), সমাজকল্যাণ মন্ত্রণালয় ও স্ক্যাইট্র্যাকার লিমিটেড। সম্প্রতি এ বিষয়ে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। বামবার প্রেসিডেন্ট হামিন আহমেদ বলেন, বামবা নানা সামাজিক ইস্যুতে বরাবরই সোচ্চার। দুর্যোগ আক্রান্তদের সাহায্য থেকে নানা সামাজিক ইস্যুতে আমরা এগিয়ে এসেছি। বামবার গত ৩০ বছরের ইতিহাসে আমরা বিনোদনের পাশাপাশি বিভিন্ন সামাজিক বার্তা ছড়িয়ে দেয়ার জন্য কাজ করেছি। দুঃখজনকভাবে, অটিস্টিক ব্যক্তিরা সমাজে নানা বৈষম্য এবং বঞ্চনার শিকার হন। আমরা এখানে একটি ভ‚মিকা রাখতে চাই এবং সমাজের অবস্থার পরিবর্তন আনতে চাই। আগামী ২৮ সেপ্টেম্বরের বিশেষ এই কনসার্টে অংশগ্রহণ করবে সোলস, মাইলস, ফিডব্যাক, ওয়ারফেজ, দলছুট, শিরোনামহীন, মাকসুদ ও ঢাকা, পাওয়ারসার্জ, নেমেসিস, ভাইকিংস, আর্বোভাইরাস ও দৃক। বাগডুমডটকমের অনলাইনে কনসার্টের টিকেট পাওয়া যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App