×

জাতীয়

রুহিয়ায় টার্কি পালনে যুবকদের আগ্রহ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০১৮, ০৪:১১ পিএম

রুহিয়ায় টার্কি পালনে যুবকদের আগ্রহ
ঠাকুরগাঁও সদর উপজেলার ১নং রুহিয়া ইউনিয়নে টার্কি মুরগি পালনে ঝুঁকছে বেকার যুবকরা। রুহিয়ার মিলপাড়া, মধুপুর ও উত্তরায় টার্কি পালন করা হচ্ছে। মূলত বেকারত্ব দূরীকরণের অন্যতম কাজ হিসেবে রুহিয়ার শাহিন সরকার, ফরিদ, আনছারুল, নুরজামাল, আলমসহ ১২ জন যুবক টার্কি মুরগি পালন করছেন। খোঁজ নিয়ে জানা যায়, শাহিন সরকার মাস তিনেক আগে কুয়েত থেকে দেশে ফিরে টার্কি মুরগি পালন গুরু করেন। শাহিন জানান, স্থানীয় মানুষকে টার্কি পালন করতে দেখে আমিও রংধনু শপিং লি. এর কাছ থেকে ৩ মাস মেয়াদি ৩ লাখ ৫ হাজার টাকায় একটি খামার প্যাকেজে চুক্তিবদ্ধ হই। সরেজমিন দেখা যায়, নিজ বসতবাড়ির পাশে টিনশেডের ঘরে টার্কি পালন করছেন শাহিন সরকার। বর্তমানে তার খামারে ৩শ টি টার্কি রয়েছে। টার্কি পরিচর্যা করছেন রংধনু শপিং লি. এর এক কর্মী। আনছারুল ইসলাম জানান, প্রথম দিকে শখে টার্কি পালন করেছিলাম। পরবর্তীতে বুঝতে পারলাম এই মুরগি পালন করে স্বাবলম্বী হওয়া যায়। স্থানীয় জনপ্রতিনিধিরা মনে করেন, বাংলাদেশ সরকারের ডাকে সাড়া দিয়ে প্রতিটি পরিবারে যদি এ ধরনের একটি করে খামার তৈরি করা যায়, তাহলে একদিকে যেমন বেকারত্ব দূর হবে, অন্যদিকে যুবকরা স্বাবলম্বী হয়ে দেশকে উন্নত দেশে পরিণত করবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App