×

বিনোদন

নবীনদের অনবদ্য বাদনে সুরেলা সন্ধ্যা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০১৮, ০৩:২৬ পিএম

নবীনদের অনবদ্য বাদনে সুরেলা সন্ধ্যা
এসরাজের অনবদ্য বাদনে, সেতারের ঝঙ্কারে, খেয়ালের জাদুতে আকণ্ঠ সুধা পান করল দর্শক-শ্রোতা। বেঙ্গল পরম্পরা সঙ্গীতালয়ের নবীন শিক্ষার্থীরা মায়াবী সুর তুলে পরিবেশনকে করে তুলেছিল মোহময়। সুররসিকদের প্রত্যাশাকেও যেন ছাপিয়ে যায় তাদের পরিবেশনা। সেই সঙ্গে নবীনদের অনন্য বাদনে শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশনার আসর ‘সুনাদ’ পেল অন্যরকম মাত্রা। দর্শক-শ্রোতারা উপভোগ করলেন ভিন্ন স্বাদের, ভিন্ন বৈচিত্র্যের সমৃদ্ধ এক সন্ধ্যা। গতকাল মঙ্গলবার রাজধানীর ছায়ানট মিলনায়তনে দুদিনব্যাপী এ আয়োজনের সমাপনী সন্ধ্যায় নবীন ও প্রতিভাবান শিক্ষার্থীরা মুগ্ধতা ছড়ান। মঞ্চে সেতার পরিবেশনা নিয়ে আসেন সঙ্গীতালয়ের শিক্ষার্থী প্রসেনজিৎ মÐল, জ্যোতি ব্যানার্জি, জাহাঙ্গীর আলম শ্রাবণ, মোহাম্মদ কাওসার, সোহিনী মজুমদার, সামিন ইয়াসার ইফতি এবং সুব্রত বিশ্বাস। তারা সেতারে রাগ বেহাগ পরিবেশনা দিয়ে সুরে সুরে আন্দোলিত করেন সবাইকে। তাদের সঙ্গে তবলায় ছিলেন সঙ্গীতালয়ের শিক্ষার্থী প্রশান্ত ভৌমিক এবং সুপান্থ মজুমদার। এরপর মঞ্চে আসেন সঙ্গীতালয়ের শিক্ষার্থী কানিজ হুসনা আহম্মাদীর। তিনি কণ্ঠসঙ্গীতে খেয়ালে রাগ মুলতানী পরিবেশন করেন। কানিজ হুসনার সঙ্গে তবলায় সঙ্গত করেন শিক্ষার্থী প্রশান্ত ভৌমিক ও হারমোনিয়ামে আলমগীর পারভেজ সুমন। ধ্রুপদ রাগ ছায়ানট পরিবেশন করেন অভিজিৎ কুন্ডু এবং টিংকু শীল। তাদের সঙ্গে পাখোয়াজে ছিলেন আলমগীর পারভেজ সুমন ও তানপুরায় জ্যাতিশ্রী রায় ও ধ্রুব সরকার। সুনাদের প্রথম আয়োজনের শেষ দিনে সর্বশেষে ছিল দলীয় ও একক এসরাজ বাদন। সৈয়দা রায়হান, রায়হানুল আমিন, রণজিত রায়, শুক্লা হালদার, ইসমাত আরা রুচি, শৌনক দেবনাথ ঋক, সৌমিত রায়, গৌরাঙ্গ কৃষ্ণ দাস। তারা এসরাজে রাগ ইমন পরিবেশন করেন। একক এসরাজ পরিবেশন করেন দেবাশীষ হালদার। এই পর্বে তবলায় সঙ্গত করেন সুপান্থ মজুমদার। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী। বেঙ্গল ফাউন্ডেশনের আয়োজনে উচ্চাঙ্গ সঙ্গীত উৎসব হয় ২০১২ সাল থেকে। আয়োজনটি সূচনার কয়েক বছর পর তারা প্রতিষ্ঠা করেন শাস্ত্রীয় সঙ্গীতের বিদ্যায়াতন ‘বেঙ্গল পরম্পরা সঙ্গীতালয়’। যার উদ্দেশ্য, দেশে শাস্ত্রীয় সঙ্গীতের নতুন প্রজন্মের শিল্পী তৈরি। যারা দীক্ষা নেবেন ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীতের খ্যাতিমান গুরুদের কাছ থেকেই। সেভাবেই একটু একটু করে দেশে উচ্চাঙ্গ সঙ্গীতে নবীন শিল্পীরা আসছেন। বেঙ্গল উচ্চাঙ্গ সঙ্গীত উৎসবের গত কয়েকটি আসরে এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনা ছিল। এবার তাদের নিয়ে দুদিনব্যাপী প্রথম উচ্চাঙ্গ সঙ্গীত আসর ‘সুনাদ’-এর আয়োজন করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App