×

জাতীয়

চিরিরবন্দরে স্কুল মাঠে হাঁটু পানি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০১৮, ০৪:৩১ পিএম

চিরিরবন্দরে স্কুল মাঠে হাঁটু পানি
সামান্য বৃষ্টি হলেই গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পুরো বর্ষা মৌসুমজুড়েই পানি আটকে থাকে। পানি নিষ্কাশন ও ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে ব্যাহত হচ্ছে কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষা ব্যবস্থা।বিদ্যালয়টিতে শিক্ষার্থীদের উপস্থিতির হার কমে গেছে। পাশাপাশি শিশুরা খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে।বিদ্যালয় মাঠে জমা থাকা ময়লা, পচা, দুর্গন্ধযুক্ত পানির মধ্যে দিয়ে বই, খাতা, স্কুলের ব্যাগ নিয়ে শ্রেণিকক্ষে যেতে হচ্ছে শিক্ষার্থীদের।দূষিত এ পানির কারণে শিক্ষার্থীরা সর্দি, কাশি, জ্বর নিউমোনিয়াসহ বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মো. এমদাদুল হক বলেন, বাচ্চারা স্কুলে এলে ক্লাসের ফাঁকে সে মাঠে জমে থাকা পানিতে চলে যেতে চায় খেলা করার জন্য বাধা দিয়ে রাখা যায় না। আর এ সব ময়লা দুর্গন্ধযুক্ত পানির মধ্যে খেলা করে শিশুরা অনেকেই সর্দি, কাশি, জ্বর ও এলার্জিতে ভুগছে। বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির একজন শিক্ষার্থী জানায়, পচা পানি দিয়ে যাওয়ার কারণে চুলকানি হয়। এ ব্যাপারে প্রধান শিক্ষক মো. মাহতাব উদ্দিন বলেন, বিদ্যালয় মাঠে পানি জমে থাকার বিষয়টি দীর্ঘদিনের সমস্যা। সামান্য বৃষ্টি হলেই বিদ্যালয় মাঠটি পানিতে সয়লাব হয়ে যায়। পানির জলাবদ্ধতার বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েছি। সরকারি বরাদ্দের মাধ্যমে এ সমস্যা সমাধান করা সম্ভব। এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার এম জি এম সারোয়ার হোসেন বলেন, গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিষয়টি আমি শুনেছি। কোমলমতি শিক্ষার্থীদের দিকে তাকিয়ে স্থানীয় চেয়ারম্যানসহ সমাধানের চেষ্টা করব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App