×

জাতীয়

হাইকোর্টে শহিদুল আলমের জামিন আবেদন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০১৮, ১২:৫২ পিএম

হাইকোর্টে শহিদুল আলমের জামিন আবেদন
বিচারিক আদালতে খারিজের পর নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের সময়ে করা তথ্য-প্রযুক্তি আইনের মামলায় আলোকচিত্রী শহিদুল আলম হাইকোর্টে জামিন আবেদন করেছেন। মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের হাইকোর্ট বেঞ্চে আবেদনটি উপস্থাপন করা হয়। পরে আদালত বুধবারের (১৯ সেপ্টেম্বর) কার্যতালিতায় আবেদনটি রাখার আদেশ দেন। এর আগে গত মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ ইমরুল কায়েস শহিদুলের করা জামিন আবেদন নাকচ করে দেন।। নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের সময় গত ৫ আগস্ট শহিদুল আলমকে বাসা থেকে নিয়ে যাওয়ার পর ‘উসকানিমূলক মিথ্যা’ প্রচারের অভিযোগে তথ্য-প্রযুক্তি আইনের মামলায় ৬ আগস্ট রিমান্ডে নেয় পুলিশ। এ মামলায় গত ৬ আগস্ট সিএমএম আদালতে তার জামিন আবেদন নামঞ্জুর হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App