×

বিনোদন

স্বননের ৩৩ বছর ‘তন্ময় তটিনীর তীরে’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০১৮, ১২:৩৫ পিএম

স্বননের ৩৩ বছর ‘তন্ময় তটিনীর তীরে’
বাংলাদেশের প্রথম সাংগঠনিক আবৃত্তি চর্চার দল স্ব^নন পার করল সক্রিয়তার তেত্রিশ বছর। এ দীর্ঘ সময় ধরে শব্দের মায়াজালে যেন আচ্ছন্ন করে রেখেছে শ্রোতাদের। নতুন জীবন বোধ ও সৃজনশীলতার উন্মেষ ঘটিয়ে শুদ্ধভাবে আবৃত্তিশিল্পকে প্রতিষ্ঠিত করার অভিপ্রায় নিয়ে গড়ে উঠেছিল সংগঠনটি। আবৃত্তির প্রতি তরুণদের অনুপ্রাণিত করতে এবং নিজেদের পরিসর আরো বিস্তৃত করার তাগিদ থেকেই প্রতিনিয়ত কাজ করছে দলটি। গতকাল সোমবার সন্ধ্যায় ৩৩ বছর ‘তন্ময় তটিনীর তীরে’ স্লোগান নিয়ে সংগঠনটি জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে আয়োজন করে তেত্রিশ বছর পূর্তি উৎসব। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন কথাশিল্পী সেলিনা হোসেন এবং আবৃত্তিশিল্পী জয়ন্ত চট্টোপাধ্যায়, বাংলাদেশের প্রখ্যাত সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম। অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী সৈয়দ হাসান ইমাম, আশরাফুল আলম ও জয়ন্ত চট্টোপাধ্যায়। এ ছাড়াও ছিল স্বননের দলীয় পরিবেশনা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বননের সভাপতি ডা. চক্রেশ চক্রবর্তী। ছায়ানটে দুদিনব্যাপী ‘সুনাদ উচ্চাঙ্গ সঙ্গীত’ : ‘সুনাদ উচ্চাঙ্গ সঙ্গীত’ শিরোনামে ‘বেঙ্গল পরম্পরা সঙ্গীতালয়’ প্রথমবারের মতো আয়োজন করল দুদিনব্যাপী উচ্চাঙ্গ সঙ্গীত আসরের। দেশের শিল্পীরাই ওই আসরে মুগ্ধতা ছড়ালেন। আয়োজকরা জানান, নবীন ও প্রতিভাবান শিল্পীদের উচ্চাঙ্গ সঙ্গীতে উৎসাহিত করতেই এই আয়োজন। গতকাল সোমবার সন্ধ্যায় ধানমন্ডির ছায়ানট মিলনায়তনে শুরু হয় এই আসরের প্রথম দিনের পরিবেশনা। দুদিনের এ আসরে বেঙ্গল পরম্পরা সঙ্গীতালয়ের নিজস্ব শিল্পী ও অতিথি শিল্পীরা বিভিন্ন ঘরানার উচ্চাঙ্গ সঙ্গীত পরিবেশন করেন। আসরের প্রথম পরিবেশনায় দলীয় সরোদ বাদনে অংশ নেন ঈশারা ফুলঝুরি খান, ইসহাম ফুলঝুরি খান, সাদ্দাম হোসেন ও আরেফিন রনি। তারা সমবেতভাবে ভুপালী রাগ পরিবেশন করেন। অনবদ্য এ পরিবেশনা শেষে মিলনায়তনে আগতরা তালি দিয়ে শিল্পীদের ভালো লাগা প্রকাশ করে। এতে তবলায় সঙ্গত করেন রতন কুমার দাস ও সুকান্ত মজুমদার। রাত সাড়ে ৮টা নাগাদ মঞ্চে আসেন শিল্পী মিরাজুল জান্নাত সোনিয়া। তিনি শ্রী রাগে খেয়াল পরিবেশন করেন। তার সঙ্গে তবলায় প্রশান্ত ভৌমিক ও হারমোনিয়ামে আলমগীর পারভেজ সঙ্গত করেন। তৃতীয় পরিবেশনায় ছিল তবলার পরিবেশনা। শিল্পী সুপান্থ মজুমদার তবলার তালে তালে মুগ্ধতা ছড়ান। শিল্পী তবলায় পেশকার, কায়দা, রেলা এবং সবশেষে টুকরা বাজিয়ে শোনান। প্রথম দিনের আসরের শেষ পরিবেশনা ছিল অতিথি শিল্পী অলোক সেনের। তিনি তার কণ্ঠে রাগ বাগেশ্রী, দেশ এবং শেষে একটি ভজন পরিবেশন করেন। আয়োজনের শুরুতে বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের চৌধুরী অংশগ্রহণকারী শিল্পীদের উত্তরীয় পরিয়ে এ আসরের উদ্বোধন করেন। পরে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী। দেশের শিল্প ও সংস্কৃতি জগতের অনেকেই উপস্থিত ছিলেন সঙ্গীতাসরে। আজ মঙ্গলবার এই উচ্চাঙ্গ সঙ্গীতের আসরের দ্বিতীয় দিন। এ দিন সন্ধ্যা ৭টায় শুরুতেই থাকছে দলীয় সেতার বাদন। এতে অংশ নেবেন প্রসেনজিৎ মন্ডল, জ্যোতি ব্যানার্জি, জাহাঙ্গীর আনাম, মোহাম্মদ কাওসার, সোহিনা মজুমদার ও সুশান্ত মজুমদার। এরপর কানিজ হুসনা আহম্মাদীর খেয়াল পরিবেশন করবেন। তৃতীয় পরিবেশনায় দলীয় এসরাজ বাদনে অংশ নেবেন সৈয়দা রায়হান, ইসমাত আরা রুচি, শুক্লা হালদার, শৌনিক দেবনাথ, সৌমিত রায় প্রমুখ। সঙ্গীতপিপাসুরা ঘুরে আসতে পারেন বিনা টিকেটের এ অনুষ্ঠানে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App