×

জাতীয়

শরীয়তপুরে ভাঙনে ক্ষতিগ্রস্তদের ২ কোটি টাকা সহায়তার ঘোষণা

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০১৮, ১০:০৪ পিএম

শরীয়তপুরে ভাঙনে ক্ষতিগ্রস্তদের ২ কোটি টাকা সহায়তার ঘোষণা
শরীয়তপুরের নড়িয়ায় নদী ভাঙনের কারণে ক্ষতিগ্রস্ত মানুষকে জরুরি ভিত্তিতে দুই কোটি টাকা নগদ সহায়তার ঘোষণা দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। একইসঙ্গে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পাঁচ হাজার বান্ডিল টিন, চার হাজার প্যাকেট শুকনো খাবার এবং আগামী চার মাস পর্যন্ত প্রতি মাসে পরিবার প্রতি ৩০ কেজি করে চাল দেওয়ার ঘোষণা দেন। মঙ্গলবার বিকেল ৪টায় নড়িয়ার ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। পরে তিনি এ ঘোষণা দেন। মঙ্গলবার বেলা ২টার দিকে নড়িয়া আসেন ত্রাণমন্ত্রী। পরে মুলফতগঞ্জ, কেদারপুর ও নড়িয়া পৌরসভার ভাঙন এলাকা পরিদর্শন করেন এবং ভাঙনকবলিত মানুষ ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। পরে তিনি নড়িয়া শহীদ মিনার চত্বরে আয়োজিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অংশ নেন। এসময় মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর তহবিলে খাদ্যের কোনও অভাব নেই; যা চাইবেন তার চেয়ে বেশি পাবেন। তবে চাইতে হবে, যা চাইবেন প্রধানমন্ত্রী তার চেয়ে দ্বিগুণ দেবেন।’ মন্ত্রীর বক্তব্য শেষে ভাঙনে ক্ষতিগ্রস্ত পাঁচ হাজার ৮১টি পরিবারের মাঝে ৩০ কেজি চাল, ১ কেজি করে লবণ, ডাল, চিনি, চিড়া, বিস্কুট, সয়াবিন তেল, ৫০০ গ্রাম মুড়ি, ১২টি দিয়াশলাইয়ের প্যাকেট ও ১২টি করে মোম বিতরণ করা হয়। এসময় শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য কর্নেল (অব.) শওকত আলী, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য বিএম মোজাম্মেল হক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট নাভানা আক্তার, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণায়য়ের সচিব শাহ্ কামাল, জেলা প্রশাসক কাজী আবু তাহের প্রমুখ উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App