×

খেলা

লিগ ও চ্যাম্পিয়নস লিগ জিতবে লিভারপুল: সালাহ

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০১৮, ০৬:৫৪ পিএম

লিগ ও চ্যাম্পিয়নস লিগ জিতবে লিভারপুল: সালাহ
গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে হেরে রানার্সআপ হয়েছিল লিভারপুল। ইংলিশ লিগেও দারুণ অবস্থানে ছিল দলটি। এবারও ইংলিশ লিগে টানা পাঁচ ম্যাচ জিতে মর্যাদার চ্যাম্পিয়নস লিগ মিশন শুরু করছে অলরেডসরা। নিজেদের সামর্থ্য নিয়ে আত্মবিশ্বাসী লিভারপুল তারকা মোহাম্মাদ সালাহ। আনফিল্ডের ক্লাবটির লিগ ও চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতার সক্ষমতা রয়েছে বলে জানান মিশরীয় এ তারকা। চ্যাম্পিয়নস লিগে নিজেদের প্রথম ম্যাচেই শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি সালাহর লিভারপুল। নিজেদের প্রথম ম্যাচেই আজ ফরাসি জায়ান্ট প্যারিস সেইন্ট জার্মেইর বিপক্ষে খেলবে তারা। জয় পেতে হলে নেইমার-এমবাপ্পে-এডিনসন কাভানিদের রুখতে হবে অলরেডসদের। তবে পিএসজির বিপক্ষে ঘরের মাঠে নামার আগেই দল নিয়ে আত্মবিশ্বাসী সালাহ। ফ্রান্স ফুটবল ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাতকারে সালাহ বলেন, ‘অবশ্যই আমরা আবারো ফাইনাল খেলতে পারি। আমি নিশ্চিত আমাদের এই টুর্নামেন্টে জয়ের সক্ষমতা রয়েছে। আমি মনে করি আমরা প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন লিগে জিততে পারি। আমি কোনো চাপ নিতে চাই না। তবে সব কিছুই সম্ভব আমাদের জন্য।’ রোমা থেকে লিভারপুলে যোগ দিয়ে নিজের প্রথম মৌসুমেই ৪৪ গোল করেছেন সালাহ। গত মৌসুমে ইংলিশ লিগে জিতেছেন গোল্ডেন বুটের পুরস্কার। লিভারপুলের আক্রমণভাগের সাদিও মানে, রবার্তো ফিরমিনোহার সঙ্গে দারুণ সম্পর্ক রয়েছে তার। সতীর্থদের সঙ্গে সম্পর্ক নিয়ে আনফিল্ডের মিশরীয় এ রাজা বলেন, ‘আমরা বন্ধু। আমরা নিজেদের মধ্যে অনেক আলোচনা করি। সাধারনত ম্যাচ শেষে ড্রেসিংরুমে আমরা তিনজনই এক সঙ্গে বসি। আমাদের মধ্যে সত্যিকারের ভ্রাতৃত্ব রয়েছে। কে বেশি গোল করলো কিংবা প্রথম করলো এ নিয়ে মাথা ব্যাথা নেই আমাদের।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App