×

শিক্ষা

জবির সমাবর্তন নিয়ে প্রস্তুতি সভা ২৪‌ সে‌প্টেম্বর

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০১৮, ০৬:৪৩ পিএম

জবির সমাবর্তন নিয়ে প্রস্তুতি সভা ২৪‌ সে‌প্টেম্বর
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জ‌বি) প্রথম সমাবর্তন অনুষ্ঠান আ‌য়োজন করার জন্য সমাবর্ত‌নের আনুষঙ্গিক বিষয়াদি সুপারিশ করার লক্ষে একটি কমিটি গঠন করে‌ছে জ‌বি প্রশাসন। আগামী ২৪ সে‌প্টেম্বর এ ক‌মি‌টির প্রথম সভা অনু‌ষ্ঠিত হ‌বে। মঙ্গলবার বি‌কে‌লে বিশ্ব‌বিদ্যাল‌য়ের এক সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে এ তথ্য জানা‌নো হয়। কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আতিয়ার রহমানকে আহ্বায়ক এবং প্রশাসন ও একাডেমিক অ্যান্ড কাউন্সিল শাখার ডেপুটি রেজিষ্ট্রারকে সদস্য সচিব করে এই কমিটি গঠন করা হয়েছে। এই কমি‌টিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনের উপযুক্ত স্থান ও সময় নির্ধারণ, পরিকল্পনা প্রণয়ন এবং সমাবর্তনের আনুষঙ্গিক বিষয়াদি যথাসম্ভব দ্রুত সময়ের মধ্যে নির্ধারণ করে উপাচার্য বরাবর সুপারিশ প্রদানের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন-বিজনেজ স্টাডিজ অনুষদের ডিন, বিজ্ঞান অনুষদের ডিন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন, আইন অনুষদের ডিন, লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন, রেজিষ্ট্রার, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, প্রক্টর, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রধান প্রকৌশলী, ছাত্রকল্যাণ পরিচালক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ক্রিয়াশীল সব ছাত্র সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক। এই কমিটির আহ্বায়কের সভাপতিত্বে আগামী ২৪ সেপ্টেম্বর বেলা ১১টায় উপাচার্যের সভাকক্ষে প্রথম সভা অনুষ্ঠিত হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App