×

খেলা

চ্যাম্পিয়ন্স লিগ শুরু আজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০১৮, ০৪:৩৬ পিএম

চ্যাম্পিয়ন্স লিগ শুরু আজ
ঘরোয়া পর্যায়ের বড় ও জনপ্রিয় লিগগুলো মাঠে গড়িয়েছে গত মাসেই। ফুটবলপ্রেমীরা অপেক্ষায় ছিলেন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের জন্য। অবশেষে সে অপেক্ষার অবসান হতে যাচ্ছে। আজ থেকেই মাঠে গড়াচ্ছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ২০১৮-১৯ মৌসুমের খেলা। যেখানে প্রথম দিনেই রয়েছে একটি বড় ম্যাচ। ম্যাচটিতে ফরাসি জায়ান্ট পিএসজির বিপক্ষে খেলবে ইংলিশ ক্লাব লিভারপুল। ম্যাচটি শুরু হবে রাত ১টায়। এ ছাড়া আজ স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনাও মাঠে নামবে। ডাচ ক্লাব পিএসভির বিপক্ষে খেলবে মেসিরা। তা ছাড়া আজ ইংলিশ ক্লাব টটেনহ্যাম ও ইতালিয়ান ক্লাব ইন্টারমিলানের মধ্যকার ম্যাচটির দিকেও নজর থাকবে সবার। উল্লেখ্য, এটি চ্যাম্পিয়ন্স লিগের ২৭তম আসর। চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ মাঠে নামবে আগামীকাল। রেকর্ড ১৩ বার টুর্নামেন্টটির শিরোপাজয়ীরা নিজেদের প্রথম ম্যাচে ইতালিয়ান ক্লাব রোমার বিপক্ষে খেলবে। গত ৩০ আগস্ট এক জমজমাট অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে চ্যাম্পিয়ন্স লিগের ২০১৮-১৯ মৌসুমের ড্র অনুষ্ঠান। যেখানে অংশগ্রহণের সুযোগ পাওয়া ৩২টি দলকে ৪টি পটে ভাগ করা হয়। প্রতিটি পটে ছিল ৮টি করে দল। পরবর্তীতে এই দলগুলোকে আবার ভাগ করা হয় ৮টি গ্রুপে। প্রতিটি গ্রুপে রয়েছে ৪টি করে দল। ‘এ’ গ্রুপে রয়েছে স্প্যানিশ ক্লাব অ্যাতলেটিকো মাদ্রিদ, জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড, ফ্রান্সের মোনাকো ও বেলজিয়ামের ক্লাব ব্রুজ। ‘বি’ গ্রুপে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার সঙ্গী ইংলিশ ক্লাব টটেনহ্যাম, ইতালিয়ান ক্লাব ইন্টারমিলান ও নেদারল্যান্ডসের ক্লাব আইন্ডহোভেন। তারকাসমৃদ্ধ ফরাসি ক্লাব পিএসজি, গত আসরের রানার্সআপ হওয়া ইংলিশ ক্লাব লিভারপুল, ইতালিয়ান ক্লাব নাপোলি ও সার্বিয়ান ক্লাব ক্রেভেনা ভেজদা রয়েছে ‘সি’ গ্রপে। এবারের চ্যাম্পিয়ন্স লিগে সন্দেহাতীতভাবে সবচেয়ে সহজ গ্রুপ বলা যায় গ্রুপ ‘ডি’কে। গ্রুপটিতে রয়েছে রাশিয়ার ক্লাব লোকোমোতিভ মস্কো, পর্তুগিজ ক্লাব পোর্তো, তুর্কি ক্লাব গ্যালাতেসারে ও জার্মান ক্লাব শালখে। ‘ই’ গ্রুপে পাঁচবারের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের সঙ্গী বেনফিকা, ডাচ ক্লাব আয়াক্স ও গ্রিসের ক্লাব এইকে এথেন্স। ‘এফ’ গ্রুপে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির সঙ্গী ইউক্রেনের শাখতার ডোনেটস্ক, ফ্রান্সের অলিম্পিয়াক লিওঁ এবং জার্মানির হোপেনহেইম। বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের অবস্থান ‘জি’ গ্রুপে। গ্রুপটির অন্য দলগুলো হলো ইতালিয়ান ক্লাব রোমা, রাশিয়ান ক্লাব সিএসকেএ মস্কো ও চেক প্রজাতন্ত্রের ক্লাব ভিক্টোরিয়া প্লজেন। ক্রিশ্চিয়ানো রোনালদোর বর্তমান ক্লাব জুভেন্টাসের অবস্থান ‘এইচ’ গ্রুপে। এই গ্রুপে জুভেন্টাস ছাড়াও রয়েছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড, স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়া ও সুইস ক্লাব ইয়ং বয়েস। আজ চ্যাম্পিয়ন্স লিগের এবারের মৌসুমের উদ্বোধনী দিনে বেশ কয়েকটি ম্যাচ থাকলেও সবার নজর থাকবে পিএসজি ও লিভারপুলের মধ্যকার ম্যাচটির দিকে। দুটি দলই এবারের মৌসুমে বেশ ছন্দে রয়েছে। ইংলিশ প্রিমিয়ার লিগে এবারের মৌসুমে এখন পর্যন্ত ৫টি ম্যাচ খেলেছে অলরেডরা। যেখানে সবগুলো ম্যাচেই জয় পেয়েছে কোচ জার্গেন ক্লপের শিষ্যরা। অন্যদিকে ছন্দে রয়েছে নেইমারের পিএসজিও। এখন পর্যন্ত লিগ ওয়ানের এবারের মৌসুমে ৪টি ম্যাচ খেলে সবকটিতেই জয় পেয়েছে তারা। পিএসজি ও লিভারপুল দুদলেরই আক্রমণভাগ বেশ শক্তিশালী। কোচ টমাস টুশেলের দলের আক্রমণভাগে রয়েছেন নেইমার, এমবাপ্পে, কাভানি ও ডি মারিয়ার মতো ফুটবলাররা। অন্যদিকে মোহামেদ সালাহ, রবার্টো ফিরমিনো ও সাদিও মানের মতো সময়ের অন্যতম সেরা ফরোয়ার্ডকে নিয়ে তৈরি লিভারপুলের আক্রমণভাগ। পিএসজি ও লিভারপুল এখন পর্যন্ত মাত্র দুবার প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে নিজেদের মুখোমুখি হয়েছে। যেখানে দুদলেরই রয়েছে সমান ১টি করে জয়। চ্যাম্পিয়ন্স লিগে অবশ্য পিএসজির তুলনায় লিভারপুলের অতীত রেকর্ড বেশ সমৃদ্ধ। পিএসজির কাছে এখন পর্যন্ত ইউরোপীয় ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই হিসেবে স্বীকৃত চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাটা অধরাই রয়ে গেছে, অন্যদিকে ইতোমধ্যে ৫ বার টুর্নামেন্টটিতে চ্যাম্পিয়ন হয়েছে লিভারপুল। গত আসরেও ফাইনালে খেলেছে অলরেডরা। পিএসজি-লিভারপুলের ম্যাচটিকে নেইমার-সালাহর দ্বৈরথ বলেও অভিহিত করা যায়। এ লড়াইয়ে শেষ পর্যন্ত কারা জিতবে? সালাহর লিভারপুল নাকি নেইমারের পিএসজি তা দেখার জন্য মুখিয়ে আছে সারা বিশে^র ফুটবলপ্রেমীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App