×

আন্তর্জাতিক

উ. কোরিয়ার বিরুদ্ধে সামরিক শক্তি প্রয়োগ বিপর্যয় ডেকে আনবে

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০১৮, ০৬:৫৭ পিএম

উ. কোরিয়ার বিরুদ্ধে সামরিক শক্তি প্রয়োগ বিপর্যয় ডেকে আনবে
উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে রাশিয়া প্রতারণা করছে বলে অভিযোগ করেছেন জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি। এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের কাছে যথেষ্ট তথ্য-প্রমাণ রয়েছে বলেও দাবি করেন তিনি। নিকি হ্যালি গত সোমবার নিরাপত্তা পরিষদে এসব কথা বলেন। তিনি আরো বলেন, উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে ‘কঠিন’ এবং ‘স্পর্শকাতর’ আলোচনা যখন চলছে, ঠিক সেই সময় দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করার আলোচনা শুরু করা ঠিক হবে না। তিনি আরো বলেন, উত্তর কোরিয়ার বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা লঙ্ঘন এবং তা গোপন করার প্রচেষ্টা অবশ্যই মস্কোকে বন্ধ করতে হবে। রাশিয়া ধারাবাহিকভাবে নিষেধাজ্ঞা লঙ্ঘন করে আসছে বলেও মন্তব্য করেন তিনি। অন্যদিকে উত্তর কোরিয়ার ওপর আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা চীন বাস্তবায়ন করে যাচ্ছে বলে দাবি করেছেন জাতিসংঘে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত মা ঝাউশু। তিনি মনে করেন, উত্তর কোরিয়ার বিরুদ্ধে সামরিক শক্তি প্রয়োগের প্রচেষ্টা নিতান্তই বিপর্যয় ছাড়া কোনো ইতিবাচক ফল বয়ে আনবে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App