×

পুরনো খবর

বড় দুই দলে একাধিক প্রার্থী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০১৮, ০১:৪৩ পিএম

বড় দুই দলে একাধিক প্রার্থী
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-২ তারাকান্দা-ফুলপুর উপজেলার একটি পৌরসভা এবং ২০টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসন। এ আসনটি আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। এখানে বৃহৎ ২টি বড় দলে রয়েছে গ্রুপিং। এ আসনে আওয়ামী লীগ থেকে ৭, বিএনপি থেকে ৪ এবং জাতীয় পার্টি থেকে ৩ জনের নাম শোনা যাচ্ছে। আওয়ামী লীগের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীরা হলেন বর্তমান এমপি ফুলপুর উপজেলার আওয়ামী লীগের আহবায়ক শরীফ আহমেদ, ফুলপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক এমপি হায়াতুর রহমান খান বেলাল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা ব্যারিস্টার আবুল কালাম আজাদ, তারাকান্দা উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ফজলুল হক, ফুলপুর উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতাউল করিম রাসেল, কেন্দ্রীয় আওয়ামী লীগ পরিষদের সদস্য গোলাম ফেরদৌস জিলু এবং ফুলপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ কুতুব চৌধুরী। বিএনপির সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ফুলপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাবেক এমপি শাহ শহীদ সারোয়ার, ময়মনসিংহ (উ.) জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, ময়মনসিংহ (উ.) জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফুলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল বাশার আকন্দ, ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. সুজাউদ্দৌলাহ সুজা। জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশীরা হলেন তারাকান্দা উপজেলা জাতীয় পার্টির আহবায়ক এম এ মাসুদ তালুকদার, জাপা নেতা এমদাদ হোসেন খান এবং ফুলপুর উপজেলা জাপার সদস্য সচিব এনায়েত হোসেন মন্ডল। বিএনপির সম্ভাব্য প্রার্থীদের মধ্যে সাবেক এমপি শাহ শহীদ সারোয়ার জনমতের শীর্ষে রয়েছেন। দল থেকে মনোনয়ন পেলে ভোটযুদ্ধের লড়াইয়ে আসনটি ছিনিয়ে নিতে পারেন। ২০০১ সালে বিএনপি থেকে এমপি নির্বাচিত হন তিনি। এ আসনে ফুলপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রবীণ নেতা হায়াতুর রহমান খান বেলাল মনোনয়ন পেলে ভোটযুদ্ধে শহীদ সারোয়ারের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। তবে বিএনপির দলীয় সিদ্ধান্তে প্রার্থীর পরিবর্তন ঘটলে আওয়ামী লীগের বিজয়ে নিশ্চিত বলে মনে করছেন সচেতন মহল ও দলীয় নেতাকর্মীরা। অপরদিকে ২০১৪ সালের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন ভাষা সংগ্রামী মুক্তিযুদ্ধের সংগঠক, স্বাধীনতার পর এ আসনের ৪ বারের এমপি ও ১ বার উপজেলার চেয়ারম্যান জনপ্রিয় আওয়ামী লীগ নেতা মরহুম এম শামছুল হকের ছেলে শরীফ আহমেদ। তিনি নির্বাচিত হওয়ার পর ৪ বছরের অধিক সময়ে ক্ষমতায় থেকে তারাকান্দা ফুলপুরে ব্যাপক উন্নয়ন করেছেন। আমজনতার সমর্থন থাকলেও দলীয় প্রবীণ-নবীন নেতাকর্মীদের সঙ্গে বিরোধের কারণে জনপ্রিয়তায় টান পড়েছে বলে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিশ্বস্ত সূত্রে জানা গেছে। এ ছাড়া তারাকান্দা উপজেলা জাতীয় পার্টি সরকারি দল ও বিরোধী দলে থেকেও তাদের কোনো কার্যক্রম রাখা বা কোনো সুযোগ-সুবিধা দেয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। তবে এসব বিষয় মাথায় রেখে মাঠে নেমেছেন বর্তমান এমপি শরীফ আহমেদ। তিনি ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে এবারো মনোনয়ন প্রত্যাশী। মনোনয়ন পেলে আবারো নির্বাচিত হবেন বলে তিনি আশাবাদী। এদিকে আওয়ামী লীগ থেকে ক্লিন ইমেজ নিয়ে কেন্দ্রীয় স্বেচ্ছাসবক লীগের আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার আবুল কালাম আজাদ বিভিন্ন রাজনৈতিক কর্মকান্ডে অংশ নেয়ার মাধ্যমে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। তিনিও আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী। অন্যদিকে ময়মনসিংহ (উ.) জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার একাধিক মামলার আসামি হয়ে মাঠে রয়েছেন। বিএনপি থেকে মনোনয়ন পেলে এ আসন থেকে বিজয়ী হবেন বলে এমনটা মনে করেন দলের একাধিক নেতাকর্মী। এ আসনে ফুলপুর উপজেলা শাখার জাতীয় পার্টির সাংগঠনিক ভিত মজবুতে মাঠে রয়েছেন মনোনয়ন প্রত্যাশীরা। এ ছাড়া আরো যাদের নাম মাঠে শোনা যাচ্ছে তারা নিজ নিজ অবস্থান থেকে কাজ করে চলছে এবং কেন্দ্রীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App