×

জাতীয়

নেতাকর্মীদের সাবধানে থাকতে বললেন নজরুল

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০১৮, ০৮:০৪ পিএম

নেতাকর্মীদের সাবধানে থাকতে বললেন নজরুল
গ্রেফতার এড়িয়ে আগামী দিনের সংগ্রামে অংশ নেওয়ার জন্য নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সোমবার (১৭ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং তার বিশেষ সহকারী শিমুল বিশ্বাসের মুক্তি ও চিকিৎসা দাবিতে আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এ আহ্বান জানান। নজরুল ইসলাম খান বলেন, আপনাদের সবার কাছে অনুরোধ, আমি দেখলাম একজন অনেকের কাছে একটা ম্যাসেজ পাঠিয়েছেন। ম্যাসেজে বলা হয়েছে আপাতত সাবধানে থাকেন। সামনে আন্দোলন-সংগ্রাম আসছে তখন যাতে সক্রিয়ভাবে অংশ নিতে পারেন। আমারও একই আহ্বান আপনাদের প্রতি। মানুষ যখন ঐক্যবদ্ধ হয় তখন কোনো বাধাই তাকে আটকাতে পারে না উল্লেখ করে তিনি বলেন, গত প্রায় ১০ বছর ধরে বাংলাদেশের মানুষ যেভাবে নির্যাতিত, নিষ্পেষিত, অত্যাচারিত হয়েছে; তাতে দেশের মানুষের হৃদয়ে বারুদের স্তুপ জমেছে। এ বারুদ বিস্ফোরিত হওয়ার অপেক্ষায় আছে। সেটা কখন কিভাবে বিস্ফোরিত হবে, তা সময়ই বলে দেবে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতাদের আয়োজনে প্রতিবাদ সভায় সভাপত্বি করেন সাবেক ছাত্রদল নেতা মামুন ওর রশিদ শান্ত। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, খন্দকার আব্দুল মুক্তাদির, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শহীদুল ইসলাম বাবুল, শ্রমিক নেতা হুমায়ুন কবির, সাবেক ছাত্র নেতা আব্দুল বারী ড্যানি, ছাত্রদলের সহ-সভাপতি এজমল হোসেন পাইলট, নাজমুল আহসান প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App