×

খেলা

আজ গোল উৎসবে মাতবে মারিয়ারা!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০১৮, ০৩:০৮ পিএম

আজ গোল উৎসবে মাতবে মারিয়ারা!
আজ গোল উৎসবে মাতবে মারিয়ারা!
কলমাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে শুরু হয়েছে এএফসি অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ বাছাইপর্বের ‘এফ’ গ্রুপের খেলা। গত শনিবার উদ্বোধনী দিনে দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম ম্যাচে ভিয়েতনাম ৪-০ গোলে হারিয়েছে আমিরাতকে। দ্বিতীয় ম্যাচে বাহরাইনকে ৮-০ গোলের বড় ব্যবধানে হারায় লেবানন। আজ বাহরাইনের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে মারিয়া-আঁখিরা। ম্যাচটি কলমাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে বিকেল সাড়ে তিনটায় অনুষ্ঠিত হবে। এর আগে সাড়ে ১১টায় লেবানন সংযুক্ত আরব আমিরাতের মোকাবেলা করবে। নিজেদের প্রথম ম্যাচে লেবানন জয় পেলেও হেরেছে সংযুক্ত আরব অমিরাত। উভয় দলের কাছেই আজকের ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ। অন্যদিকে বাহরাইনের বিপক্ষে গোলাম রব্বানী ছোটনের শিষ্যদের লক্ষ্য থাকবে গোলবন্যায় ভাসানো। যারা লেবাননের বিপক্ষে দুই হালি গোল হজম করেছে তাদের জালে এক ডজনবার বল না পাঠালে যে স্থানীয় সমর্থকদের মন ভরবে না তা ভালো করেই যানে মারিয়া-আঁখিরা। গোল ফুটবলের অলঙ্কার। দর্শকরা পকেটের অর্থ ব্যয় করে মাঠে আসে প্রিয় দলের জয় এবং প্রিয় তারকাদের পায়ের নান্দনিক কারুকাজ দেখতে। এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপ বাংলাদেশের মেয়েদের জন্য স্মরণীয় এক টুর্নামেন্ট, কারণ সর্বশেষ আসরে চ‚ড়ান্ত পর্বে খেলেছিল তারা। গত আসরের বাছাইপর্বে ঘরের মাঠে প্রতিপক্ষের জালে গোল উৎসবে মেতেছিল মেয়েরা। আবার সেই টুর্নামেন্টের বাছাইপর্ব, আবারো বাংলাদেশের মেয়েরা খেলবে ঘরের মাঠে। অনূর্ধ্ব-১৬ নারী টুর্নামেন্টে এবার দল বাড়ায় ফরমেটেও পরিবর্তন এনেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। গত আসরে গ্রুপ চ্যাম্পিয়নরা উঠেছিল চূড়ান্ত পর্বে। কিন্তু এবার চূড়ান্ত পর্বে যেতে দুটি ধাপে পার হতে হবে দলগুলোকে। এবার ফরমেটে পরিবর্তন আসলেও বাংলাদেশের মেয়েদের লক্ষ্যের কোনো পরিবর্তন হয়নি। এবারও মারিয়া-আঁখিরা চ‚ড়ান্ত পর্বে চোখ রেখেই মাঠে নামবে। মেয়েদের কোচ গোলাম রব্বানী ছোটন জানান, মেয়েরা প্রস্তুতির মধ্যেই ছিল। আশা করি ভালো খেলবে এবং বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়ে সুপার এইটে খেলবে। তিনি আরো বলেন, অনূর্ধ্ব-১৫ দলের যে মেয়েরা দুটি সাফ চ্যাম্পিয়নশিপ খেলেছে, একটিতে চ্যাম্পিয়ন ও অপরটি রানার্সআপ হয়েছে তারা অনেক প্রতিভাবান। বাংলাদেশ দলের অধিনায়ক মারিয়া মান্ডা বলেন, আমাদের প্রস্তুতি ভালো, তাই ঘরের মাঠে দর্শকদের ভালো খেলা উপহার দিতে চাই। সহঅধিনায়ক আঁখি খাতুন বলেন, দেশের মাটিতে খেলা। এবারো ভালো খেলে বাছাইপর্ব পার হতে চাই, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। ১৯ সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচে মারিয়াদের প্রতিপক্ষ লেবানন। তৃতীয় ম্যাচ খেলবে ২১ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে এবং গ্রুপের শেষ ম্যাচ ২৩ সেপ্টেম্বর ভিয়েতনামের মোকাবেলা করবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App