×

তথ্যপ্রযুক্তি

অপ্পোর নতুন ফোনের ডিজাইন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০১৮, ০৪:৩৪ পিএম

অপ্পোর নতুন ফোনের ডিজাইন
চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান অপ্পো নতুন একটি ফোন আনতে যাচ্ছে।ইতোমধ্যে অনলাইনে ফাঁস হয়েছে ফোনটির ডিজাইন ও মডেল। টিনায় ফাঁস হওয়া ওই ডিজাইন ও ছবি দেখে বলা হচ্ছে, ফোনটি হতে পারে অপ্পোর কে১। এ ফোনটির দুটি সংস্কলন আনবে অপ্পো। ফোনগুলোর কোড মডেল নম্বর হলো পিবিসিএম১০ ও পিবিসিএম৩০। এমন ফাঁসের পর ফোনটির ডিজাইন ও এর সম্পর্কে আরও জানতে চীনের রেগুলেটর ওয়েবসাইটে যাওয়া হয়। সেখানেই মেলে আরও অনেক তথ্য।রেগুলেটর ওয়েবসাইট থেকে জানা যায়, অপ্পো কে১ এ থাকতে পারে ৬ দশমিক ৪ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, যার রেজুলেশন হবে ২৩৪০*১০৮০ পিক্সেল।সিপিইউ হতে পারে খুব সিম্পল। ১.৯৫ গিগাহার্জ চিপসেট। র‍্যাম থাকতে পারে ৪ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ।ফোনটি অ্যান্ড্রয়েড ওরিও ৮.১ সংস্করণের হতে পারে। এর আরেকটি সংস্করণ ৬ জিবি র‍্যামের হতে পারে।ধারণা করা হচ্ছে, ফোনটির পেছনে ডুয়েল ক্যামেরা সেটআপ থাকতে পারে। যার একটি ১৬ ও অন্যটি ২ মেগাপিক্সেলের। সামনে ২৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকতে পারে।ফোনটির সামনে সেন্সর রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আর ব্যাকআপ দিতে রাখা হচ্ছে ৩৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি।তবে ফোনটি সম্পর্কে অপ্পো এখনো মুখ খোলেনি। কবে আসবে, কতো দাম সেগুলো তো আরও পরের বিষয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App