×

খেলা

অনন্য নজির গড়ল টাইগার সমর্থকরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০১৮, ০২:৫৪ পিএম

অনন্য নজির গড়ল টাইগার সমর্থকরা
রাশিয়া বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে বেলজিয়ালের বিপক্ষে ৩-২ গোলে হেরে বিদায় নিয়েছিল এশিয়ার প্রতিনিধি জাপান। ম্যাচটি তেমন গুরুত্বপূর্ণ না হলেও ফুটবল বিশ্ব হয়তো ওই ম্যাচটা এত সহজে ভুলেনি, আর ভুলবেও না। প্রিয় দল হারলেও জাপান সমর্থকদের গ্যালারি পরিষ্কার করার ঘটনা বিস্মিত করেছে ফুটবল বিম।ভকে। এবার ফুটবলে নয়, এশিয়া কাপ ক্রিকেটে এমন ঘটনা প্রত্যক্ষ করা ক্রিকেটবিশ্ব। দলের হার নয়, জয়ের আনন্দে গ্যালারি পরিষ্কার করে অনন্য নজির স্থাপন করে টাইগার সমর্থকরা। এশিয়া কাপের ১৪তম আসরের উদ্বোধনী ম্যাচে দুবাই স্টেডিয়াম প্রায় পুরোটাই বাংলাদেশি দর্শকদের দখলে ছিল। ম্যাচজুড়েই প্রবাসী বাংলাদেশি সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ম্যাচ চলাকালীন পুরোটা সময় গ্যালারি মাতিয়ে রেখেছেন তারা। গলা ফাটিয়েছেন ‘বাংলাদেশ’, ‘বাংলাদেশ’ স্লোগানে। দীর্ঘ ২৩ বছর পর আমিরাতের মাটিতে মাশরাফিদের খেলা বাংলাদেশিরা প্রাণভরেই উপভোগ করেছেন। মাঠে ইতিহাস গড়েছেন ক্রিকেটাররা। আর ম্যাচ শেষে দুবাই ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশি দর্শকদের পরিচ্ছন্নতা অভিযান সাড়া ফেলেছে সামাজিক যোগাযোগের মাধ্যমে। মাঠ ছাড়ার আগে নিজেদের ফেলা ময়লাগুলো নিজেরাই পরিষ্কার করে মাঠ ত্যাগ করেন তারা। ফেসবুক ও টুইটারে অনেকেই প্রশংসা করছেন বাংলাদেশি দর্শকদের এই উদ্যোগের। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে টাইটাইগার অধিনায়ক মাশরাফি মুতর্জাও সমর্থকদের ধন্যবাদ জানাতে ভুল করেননি। গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী বৃহস্পতিবার আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। আর ওই ম্যাচ জিতলে গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হয়েই সুুপার ফোরে অংশ নেবে স্টিভ রোডস বাহিনী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App