×

খেলা

মাঠে নামছেন রোনালদো

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০১৮, ০৪:৩২ পিএম

মাঠে নামছেন রোনালদো
কয়েকদিন বন্ধ থাকার পর গতকাল থেকে ফের শুরু হয়েছে ইতালিয়ান সিরি আর খেলা। প্রথম ম্যাচে ইন্টারমিলানের মোকাবিলা করে পারমা। আর নাপোলির বিপক্ষে মাঠে নামে ফিরোন্টিনা। সিরি আতে আজ বেশ কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হবে। আর বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাস এবং সাসোলো মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হবে। তুরিনের দলটির জার্সিগায়ে ফের একবার মাঠে নামবেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। রাশিয়া বিশ^কাপের পর ১০০ মিলিয়ন ইউরোতে স্প্যানিশ জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে যোগ দেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। কিন্তু ইতালিয়ান এ ক্লাবটিতে এসেই কপাল পুড়েছে সিআর সেভেনের। যেখানে রিয়ালের জার্সিতে মোট ম্যাচের চেয়ে রোনালদোর গোলের সংখ্যাই বেশি ছিল, সেখানে জুভেন্টাসের হয়ে এখনো গোলের দেখাই পাননি তিনি। তুরিনের ক্লাবটির জার্সিগায়ে ইতোমধ্যেই তিনটি ম্যাচে মাঠে নামা হয়ে গেছে। কিন্তু কাক্সিক্ষত গোলের দেখা পাচ্ছেন না সাবেক রিয়াল ফরোয়ার্ড। চলতি মৌসুমে চেইভোর বিপক্ষে জুভেন্টাসের হয়ে প্রথম মাঠে নামেন রোনালদো। এদিন ৩-২ গোলে জয় পায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। কিন্তু গোল করতে পারেননি পর্তুগিজ সুপারস্টার। ২৫ আগস্ট লেজিওর বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মাঠে নামেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আলেগ্রির শিষ্যরা ম্যাচটি ২-০ গোলে জিতলেও গোল পাননি সিআর সেভেন। তৃতীয় ম্যাচে নেমেছিল পারমার বিপক্ষে। অনেক স্বপ্ন নিয়েই খেলতে নেমেছিলেন ৩৩ বছর বয়সী এই ফুটবল তারকা। বেশ কয়েটি গোলের সুযোগও পেয়েছিলেন তিনি। কিন্তু ফলাফল আগের মতোই। এদিনও তৃতীয়বারের মতো গোল করতে ব্যর্থ হন পর্তুগালের সর্বোচ্চ গোলদাতা। এরপর উয়েফা নেশনস লিগ এবং আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য বিশে^র জনপ্রিয় লিগ সমূহের খেলা বন্ধ ছিল। নেশনস লিগের ফার্নান্দো সান্তোসের দলে রাখা হয়নি রোনলদোকে। তবে বন্ধের এ সময়টুকু অপচয় করেননি তিনি। অনুশীলন চালিয়ে যান এই ফুটবল কিংবদন্তি। এই অনুশীলনের উদ্দেশ্য একটাই, কাক্সিক্ষত গোলের দেখা পাওয়া। ২০১৮-১৯ সেশনে নিজেদের চতুর্থ ম্যাচে সাসোলোর বিপক্ষে আজ ফের মাঠে নামবে জুভেন্টাস। আর তুরিনের ক্লাবটির হয়ে ফের মাঠে নামবেন রোনালদো। প্রথম তিন ম্যাচে গোল না পাওয়ায় বেশ সমালোচিত হয়েছেন তিনি। আর কোচ আলেগ্রি তো বলেই দিয়েছেন রোনালদো নিজের ফর্মে না ফিরলে সাইড বেঞ্চেও বসতে হতে পারে। উল্লেখ্য, প্রথম তিন ম্যাচের প্রতিটিতে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে জুভেন্টাস। ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে রয়েছে সাসোলো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App