×

আন্তর্জাতিক

ভেঙ্গে যাবে ভারত!

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০১৮, ০৬:২৩ পিএম

ভেঙ্গে যাবে ভারত!

ক্রমবর্ধমান জনসংখ্যার কারণে ২০৮৭ সালে ভারত ভেঙ্গে যাবে বলে আশঙ্কা করেছেন দেশটির কেন্দ্রীয় সরকারে ক্ষুদ্র, মাঝারির শিল্প উদ্যোক্তাবিষয়ক প্রতিমন্ত্রী ও বিজেপি নেতা গিরিরাজ সিং।

রোববার এক টুইট তিনি নির্দিষ্ট কোনো সম্প্রদায়ের নাম উল্লেখ না করে বলেন, ২০৪৭ সালে ভারত আবার ভাগ হবে। ১৯৪৭ সালে ধর্মের ভিত্তিতে দেশভাগ হয়েছিল, ২০৪৭ সালে ফের তার পুনরাবৃত্তি ঘটবে।

তিনি বলেন, ‘এই ৭২ বছরে দেশের জনসংখ্যা ৩৩ কোটি থেকে ১৩৫ দশমিক ৭ কোটিতে দাঁড়িয়েছে। আর এটাই দেশভাগ হওয়ার জন্য বড় কারণ।’

ভারতের সংবিধানে জম্মু-কাশ্মির রাজ্যকে বিশেষ মর্যাদা দেয়ার বিষয়ে তিনি বলেন, ৭২ বছরে চারগুণের বেশি জনসংখ্যা বেড়েছে। আগামী দিনে ভারতকে এই নামে ডাকাও অসম্ভব হয়ে উঠবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App