×

বিনোদন

নাট্যোৎসবে সরগরম নাটকপাড়া

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০১৮, ০৫:১৩ পিএম

নাট্যোৎসবে সরগরম নাটকপাড়া
রাজধানীর নাটক পাড়া এখন উৎসবে সরগরম। দুই দিন আগেই শেষ হলো আইডিএলসি নাট্যোৎসব। আর এখন দুই নাট্যোৎসব চলছে সেগুনবাগিচার জাতীয় নাট্যশালা এবং বেইলী রোডের মহিলা সমিতি মঞ্চে। রাজধানীর দুই নাট্যোৎসবের খবর জানাচ্ছেন হাসান আলী।
পদাতিক নাট্য সংসদের (টিএসসি) প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন আবু মুহাম্মাদ মুরতাঈশ কচি। এ ছাড়া গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রতিষ্ঠাকালীন সাংগঠনিক সম্পাদকও ছিলেন তিনি। বাংলাদেশের নাট্য আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব কচির ১৬তম প্রয়াণ দিবস ছিল গত বৃহস্পতিবার। এ উপলক্ষে পদাতিক নাট্য সংসদ ১৩-১৫ সেপ্টেম্বর তিন দিনব্যাপী ‘কচি স্মৃতি নাট্যোৎসব ২০১৮’-এর আয়োজন করেছে। রাজধানীর নাটক সরণীর (বেইলি রোড) মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহীম মিলনায়তনে ১৩ সেপ্টেম্বর এ নাট্যোৎসব শুরু হয়েছে। নাট্যোৎসবে পদাতিক তাদের তিনটি নাটক মঞ্চায়ন করছে। উদ্বোধনী দিনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাট্যব্যক্তিত্ব ম. হামিদ, আইটিআই বাংলাদেশ কেন্দ্রের সাধারণ সম্পাদক দেবপ্রসাদ দেবনাথ এবং গ্রæপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল কামাল বায়েজীদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পদাতিকের সভাপতি সৈয়দ তাসনীন হোসাইন। উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে মঞ্চস্থ হয় পদাতিকের ৩৮তম প্রযোজনা ‘কালরাত্রি’। লামিসা শিরীন হোসাইনের ‘লোন সার্ভাইভার’ গল্প অবলম্বনে প্রযোজনাটির নাট্যরূপ দিয়েছে ড. তানভীর আহমেদ সিডনী। নির্দেশনা দিয়েছেন ওয়াহিদুল ইসলাম। রক্ত¯্রােত বয়ে যাওয়া লড়াই আর বিসর্জনের মাধ্যমে অর্জিত বাংলাদেশ নামক রাষ্ট্রের অভ্যুদয়ের কাহিনী উঠে এসেছে নাটকে। বর্ণিত হয়েছে মুক্তিযুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আত্মত্যাগী ভ‚মিকার কথা। বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলো ও আশপাশের এলাকায় ঘটে যাওয়া নৃশংসতা অবলম্বনে এগিয়েছে নাটকের গল্প। প্রযোজনাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেন শাখাওয়াত হোসেন শিমুল, সানজিদা পারভীন, পুষ্প, চমক, মো. ইমরান খান, ইকরামুল ইসলাম, সালমান শুভ চৌধুরী, জিনিয়া আজাদ, তাসমী চৌধুরী, আবু নাসেম লিমন, ফরহাদ সুমন প্রমুখ। উৎসবের দ্বিতীয় দিন ১৪ সেপ্টেম্বর মঞ্চস্থ হবে ‘গুনজান বিবির পালা’। পদাতিক নাট্য সংসদের ৪১তম প্রযোজনা ‘গুনজান বিবির পালা’ রচনা ও নির্দেশনা দিয়েছেন সায়িক সিদ্দিকী। নাটকটির মঞ্চ পরিকল্পনায় রয়েছেন সঞ্জীব কুমার দে, আলোক পরিকল্পনায় আতিকুল ইসলাম জয়, পোশাক, দ্রব্য ও কোরিওগ্রাফি সৈয়দা শামছি আরা সায়েকা, সঙ্গীত হামিদুর রহমান পাপ্পু, হুমায়ন আজম রেওয়াজ, জামান, মনির দেওয়ান ও রাশেদ। উৎসবের শেষ দিন ১৫ সেপ্টেম্বর মঞ্চস্থ হবে ‘গহনযাত্রা’। রুবাইয়াৎ আহমেদের লেখা নাটকটি নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী। এতে একক অভিনয় করছেন শামছি আরা সায়েকা। অন্যদিকে নাট্য ব্যক্তিত্ব সৈয়দ মহিদুল ইসলামের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নাট্যোৎসব আয়োজন করেছে ‘ব্যতিক্রম নাট্যগোষ্ঠী’। তিন দিনের নাট্যোৎসবের উদ্বোধন হয় গত ১৩ সেপ্টেম্বর। এবছর ‘সৈয়দ মহিদুল ইসলাম পদক’ পান নাট্য ব্যক্তিত্ব আতাউর রহমান। এ ছাড়া মঞ্চবন্ধু সম্মাননা পেয়েছেন চন্দন রেজা, গোলাম শাহরিয়ার ও মাহফুজা হিলালী। যুগল সম্মাননা পেয়েছেন হৃদি হক-লিটু আনাম, সৈয়দা শামছি আরা-মোমিনুল হক দিপু, আশরাফুল আশীষ-সোমা ফেরদৌস, সায়মা করিম-খালিদ হাসান রুমি, নাবিলা নাসরিন-বুলবুল আহমেদ জয়। এই নাট্যোৎসবের উৎসবের তিন সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে মঞ্চস্থ হবে ভিশন থিয়েটারের নাটক ‘নৈশভোজ’, ব্যতিক্রম নাট্যগোষ্ঠীর ‘পাখি’ এবং নাগরিক নাট্যাঙ্গনের ‘গহর বাদশা ও বানেছা পরী’ নাটকগুলো। প্রতিদিন সন্ধ্যা ৭টায় নাটকের প্রদর্শনী হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App