×

খেলা

শিরোপা জিততে প্রস্তুত মারিয়ারা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০১৮, ০৫:০৩ পিএম

শিরোপা জিততে প্রস্তুত মারিয়ারা
কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তাফা কামাল স্টেডিয়ামে আজ থেকে শুরু হচ্ছে মেয়েদের এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বের খেলা। এফ গ্রæপে বাংলাদেশের সঙ্গে রয়েছে ভিয়েতনাম, সংযুক্ত আরব আমিরাত, লেবানন এবং বাহরাইন। উদ্বোধনী দিনে মারিয়াদের কোনো ম্যাচ নেই। আজ বেলা সাড়ে ১১টায় সংযুক্ত আরব আমিরাত-ভিয়েতনামের মোকাবেলা করবে। দিনের অন্য ম্যাচে বিকেল সাড়ে ৩টায় লেবালন বাহরাইন মুখোমুখি হবে। সোমবার বিকেল সাড়ে ৩টায় স্বাগতিকরা বাহরাইনের বিপক্ষে লড়বে। জয় দিয়ে শুরু করতে মরিয়া লাল-সবুজের প্রতিনিধিরা। বাছাই পর্বে চ্যাম্পিয়ন হয়ে সুপার এইটে খেলার প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল দলের কোচ গোলাম রাব্বানী ছোটন। অধিনায়ক মারিয়া মাণ্ডাও শিরোপা জয়ের আশাবাদ ব্যক্ত করেছেন। সহঅধিনায়ক আঁখি খাতুন দেশবাসীকে শিরোপা উপহার দেয়ার ঘোষণা দিয়েছেন, সেই সঙ্গে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। স্পন্সর কোম্পানি ওয়ালটন চ্যাম্পিয়ন হতে পারলে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল দলের প্রতিটি সদস্যকে ফ্রিজ দেয়ার কথা জানিয়েছে। ভুটানে সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের কাছে হারের ভুল থেকে শিক্ষা নিয়ে ঘরের মাঠে এ টুর্নামেন্টে শিরোপা জয়ে মরিয়া বাংলাদেশের মেয়েরা। এবার মেয়েরা ঘরের মাঠে নামছে বড় টুর্নামেন্ট খেলার জন্য। ২০১৭ সালে নারী দলের কোচ গোলাম রব্বানী ছোটন যে দলটি নিয়ে থাইল্যান্ডে খেলে এসেছেন তাদের ১১ জনকে পাচ্ছেন না এবার। কারণ বয়স ১৬ পার হয়ে যাওয়ায় ওই দলের অধিনায়ক কৃষ্ণা রানী সরকার, গোলরক্ষক রোকসানা, ডিফেন্ডার মাসুরা পারভীন, শিউলি আজিম, নার্গিস, মৌসুমি, রত্না, স্বপ্না, সানজিদা, মারজিয়া ও রাজিয়ারা নেই এই দলে। আগের আসরে গ্রæপ চ্যাম্পিয়নরা উঠেছিল চ‚ড়ান্ত পর্বে। এবার চ‚ড়ান্ত পর্বে যেতে দুই ধাপে পার হতে হবে দলগুলোকে। প্রথম রাউন্ডের ৬ গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা দুই রানার্সআপ দল উঠবে দ্বিতীয় রাউন্ডে। ৮ দল দ্বিতীয় রাউন্ডে খেলবে ২ গ্রুপে। সেখান থেকে চারটি দল উঠবে চ‚ড়ান্ত পর্বে। চ‚ড়ান্ত পর্বের আয়োজক এবারো থাইল্যান্ড। স্বাগতিক থাইল্যান্ড এবং উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া ও জাপান সরাসরি খেলবে শিরোপা নির্ধারণী পর্বে। এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপ বাংলাদেশের মেয়েদের জন্য স্মরণীয়। সর্বশেষ আসরে চ‚ড়ান্ত পর্বে খেলেছিল তারা। বাছাই পর্বে ঘরের মাঠে প্রতিপক্ষের জালে গোল উৎসবে মেতেছিলেন লাল-সবুজের প্রতিনিধিরা। আবার সেই টুর্নামেন্টের বাছাই পর্ব আবারো বাংলাদেশের মেয়েরা খেলবেন ঘরের মাঠে। তহুরা-মারিয়ারা ১৯ সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচে লেবাননের মোকাবেলা করবে। বাংলাদেশ তৃতীয় ম্যাচ খেলবে ২১ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে এবং গ্রুপের শেষ ম্যাচ ২৩ সেপ্টেম্বর ভিয়েতনামের সঙ্গে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App