×

বিনোদন

বাংলাদেশ আমার হৃদয়ে আছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০১৮, ০৩:৪৪ পিএম

বাংলাদেশ আমার হৃদয়ে আছে
দুই দশক পর অঞ্জু ঘোষ ২২ বছর পর বেদের মেয়ে জোসনাখ্যাত অভিনেত্রী অঞ্জু ঘোষ ফেরেন ঢাকায়। এ উপলক্ষে এফডিসিতে চলচ্চিত্র শিল্পী সমিতির অফিসে আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের। সেখানেই ২২ বছর পর শাহজাদা সেলিমের সঙ্গে দেখা হয় জোসনার। সেলিম চরিত্রের অভিনেতা ইলিয়াস কাঞ্চন ও জোসনা চরিত্রের অভিনেত্রী অঞ্জু ঘোষ বসেনও পাশাপাশি। গত ৯ সেপ্টেম্বর সোয়া ৩টায় এফডিসিতে এসে হাজির হন অঞ্জু ঘোষ। বাংলাদেশ আমার হৃদয়ে আছে ২২ বছর পর দেশে ফিরেছেন। সেই অনুভূতি জানাতে গিয়ে অঞ্জু ঘোষ বলেন, ‘এটা আমার দেশ। এখান থেকে নিঃশ্বাস নিয়েই বড় হয়েছি। সেই নিঃশ্বাস নিয়েই এখনো বেঁচে আছি। যেখানেই থাকি বাংলাদেশ আমার হৃদয়ে আছে। মাতৃভ‚মিতে ফিরে আমি আনন্দিত। ২২ বছর আগে মাত্র দুই দিনের জন্য কলকাতায় গিয়ে ওখানেই থেকে যাব ভাবতে পারিনি। আমি বারবার বাংলাদেশে আসতে চাই।’ কেন বাংলাদেশে আসেননি? আমার কোনোদিন কারো ওপর অভিমান ছিল না। কারো ওপর কোনো ক্ষোভও নেই। আমি দুদিনের জন্য কলকাতায় গিয়েছিলাম। মায়ের কথাতেই সেখানে থেকে যাই। জোসনা কেন বনবাসে এদিকে সংবাদ সম্মেলনে অভিনেতা-প্রযোজক নাদের খান আচমকা মাইক্রোফোন হাতে অঞ্জু ঘোষ এবং ইলিয়াস কাঞ্চনকে নিয়ে নতুন ছবি নির্মাণের ঘোষণা দেন। ছবির নাম ঠিক করা হয়েছে ‘জোসনা কেন বনবাসে’। এ ছাড়া পরিচালক শহিদুল হক খানও অঞ্জুকে নিয়ে ছবি নির্মাণের আগ্রহ প্রকাশ করেছেন। অঞ্জু ঘোষ ও ইলিয়াস কাঞ্চন দুজনেই জানান, গল্প পছন্দ হলে তারা অবশ্যই কাজ করবেন। একনজরে অঞ্জু ঘোষ অঞ্জু ঘোষের আসল নাম অঞ্জলি। ১৯৭২ থেকে ১৯৮১ সাল পর্যন্ত চট্টগ্রামের মঞ্চনাটকে অভিনয় করেন। ১৯৮২ সালে এফ কবির চৌধুরীর হাত ধরে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। তার ছবি ছিল ‘সওদাগর’। ১৯৮৯ সালে তোজাম্মেল হক বকুল পরিচালিত ‘বেদের মেয়ে জোসনা’ সিনেমায় অভিনয় করে আকাশছোঁয়া তারকা খ্যাতি পান। বাংলা সিনেমার ইতিহাসে সবচেয়ে ব্যবসাসফল সিনেমা এটি। অভিনয়ের পাশাপাশি বেশ কয়েকটি সিনেমায় গান গেয়েছেন ও সঙ্গীত পরিচালনা করেছেন অঞ্জু ঘোষ। ১৯৯৬ সালে হঠাৎ করেই কলকাতায় চলে যান। সেখানেই স্থায়ীভাবে বসবাস শুরু করেন। ২২ বছর পর তিনি ঢাকায় ফেরেন তিন দিনের ঝটিকা সফরে। গত ১১ সেপ্টেম্বর আবার কলকাতায় ফিরে যান অঞ্জু ঘোষ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App